ডিএসএলআর ক্যামেরায় সিনেমা বানান

ডিএসএলআর ক্যামেরায় সিনেমা বানান

জাপানের বহুজাতিক প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান প্যানাসানিক নতুন একটি ক্যামেরা এনেছে। লুমিক্স সিরিজের এই ক্যামেরাটির মডেল জিএইচ ফাইভ এস। এটি একটি ফোরকে ভিডিও ক্যামেরা। অন্যদিকে এটি হাইএন্ড সিরিজের ডিএসএলআর ক্যামেরা।প্যানাসনিকের নতুন এই ক্যামেরাটির বিশেষত্ব হচ্ছে অল্প আলোতেও এই ক্যামেরো দিয়ে ভালো মানের ছবি তোলা সম্ভব। এজন্য ক্যামেরাটিতে লো লাইট অটো ফোকাস ফিচার সংযোজন করা হয়েছে।
ডিএসএলআর ক্যামেরায় সিনেমা বানানলুমিক্স জিএইচ ফাইভ এস বিশ্বের প্রথম হাই-প্রিসিসন সিনেমা ফোরকে রেকডিং ক্যামেরা। ফলে এটি দিয়ে সিনেমাটোগ্রাফি করা যাবে। হাই সেনসেটিভিটি সমৃদ্ধ এই ক্যামেরায় অপটিমাইজড টিউনিং সেন্সর ব্যবহার করা হয়েছে। ক্যামেরাটিতে আছে ১০.২ মেগাপিক্সেলের ডিজিটাল এমওএস সেন্সর। এতে ডুয়েল ন্যাটিভ আইএসও টেকনোলজি ফিচার যোগ করা হয়েছে। ভেনাস ইঞ্জিন টেন সমৃদ্ধ ক্যামেরাটিতে সর্বোচ্চ ৫১২০০ আইএসও পাওয়া যাবে। ক্যামেরাটির আরেকটি ফিচার হলো ভেরিয়েবল ফ্রেম রেট ইফেক্ট (ভিএফআর)। এই ফিচারের গুরুত্বপূর্ণ বিষয় হলো-স্লো মোশন ও টাইম ল্যাপ্স ভিডিও। এতে ৬০ এফপিএস এবং ২৪০ এফপিএস। ম্যাগনিশিয়াম অ্যালয় বডির এই ক্যামেরাটিতে ফ্রিজ প্রুফ। মাইনাস ১০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়ও ক্যামেরাটি কাজ করবে। ক্যামেরাটির মূল্য আড়াই লাখ টাকা।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment