ডিএসএলআর ক্যামেরায় সিনেমা বানান

ডিএসএলআর ক্যামেরায় সিনেমা বানান

জাপানের বহুজাতিক প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান প্যানাসানিক নতুন একটি ক্যামেরা এনেছে। লুমিক্স সিরিজের এই ক্যামেরাটির মডেল জিএইচ ফাইভ এস। এটি একটি ফোরকে ভিডিও ক্যামেরা। অন্যদিকে এটি হাইএন্ড সিরিজের ডিএসএলআর ক্যামেরা।প্যানাসনিকের নতুন এই ক্যামেরাটির বিশেষত্ব হচ্ছে অল্প আলোতেও এই ক্যামেরো দিয়ে ভালো মানের ছবি তোলা সম্ভব। এজন্য ক্যামেরাটিতে লো লাইট অটো ফোকাস ফিচার সংযোজন করা হয়েছে। লুমিক্স জিএইচ ফাইভ এস বিশ্বের প্রথম হাই-প্রিসিসন সিনেমা ফোরকে রেকডিং ক্যামেরা। ফলে এটি দিয়ে সিনেমাটোগ্রাফি করা যাবে। হাই সেনসেটিভিটি সমৃদ্ধ এই ক্যামেরায় অপটিমাইজড টিউনিং সেন্সর ব্যবহার করা হয়েছে। ক্যামেরাটিতে আছে ১০.২ মেগাপিক্সেলের ডিজিটাল এমওএস সেন্সর। এতে ডুয়েল ন্যাটিভ…

বিস্তারিত