ডিপিএল প্রথম বোলার হিসেবে পাঁচ উইকেট সংগ্রহ করেছেন তরুণ বোলার কাজী অনিক

ডিপিএল প্রথম বোলার হিসেবে পাঁচ উইকেট সংগ্রহ করেছেন তরুণ বোলার কাজী অনিক

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) এবারের আসরে প্রথম বোলার হিসেবে পাঁচ উইকেট সংগ্রহ করেছেন তরুণ বোলার কাজী অনিক।ডিপিএলের প্রথম রাউন্ডের খেলায় আজ ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে মোহামেডানের এর বিপক্ষে লড়ছে লিজেন্ডস অফ রূপগঞ্জ। মোহামেডানের হয়ে অনূর্ধ্ব-১৯ দলের বাঁহাতি পেসার কাজী অনিক নেন পাঁচটি উইকেট। বল হাতে ১০ ওভার বোলিং করে ৪৪ রান দেন তিনি।
ডিপিএল প্রথম বোলার হিসেবে পাঁচ উইকেট সংগ্রহ করেছেন তরুণ বোলার কাজী অনিকটস হেরে প্রথমে ব্যাট করতে নামে লিজেন্ডস রুপগঞ্জ। কাজী অনিকের দুর্দান্ত বোলিংয়ে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৩১ সংগ্রহ করে রুপগঞ্জ।  দলের হয়ে সর্বোচ্চ ৭০ রান করেন ওপেনার আব্দুল মজিদ। তুষার ইমরান ও অধিনায়ক নাঈম ইসলাম করেন যথাক্রমে ৪০ এবং ৩৬ রান। আর ৪৫* রানে অপরাজিত ছিলেন অভিষেক মিত্র।প্রথম রাউন্ডের দিনের বাকি দুই খেলায়, বিকেএসপির তিন নম্বর মাঠে  ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে খেলছে প্রাইম ব্যাংক। আর বিকেএসপির আরেক মাঠে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে লড়ছে অগ্রণী ব্যাংক।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment