দিনাজপুরের আমেনা-বাকী রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজে “আলীবাবা ও চল্লিশ চোর নাটক” মঞ্চস্থ

দিনাজপুরের আমেনা-বাকী রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজে "আলীবাবা ও চল্লিশ চোর নাটক" মঞ্চস্থ

মন্জুর আলী শাহ, দিনাজপুর প্রতিনিধিঃ-
দেশের অন্যতম সেরা স্কুল দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় অবস্থিত আমেনা-বাকী রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজের আয়োজনে আজ শনিবার সন্ধ্যা ৭ টায় অনুষ্ঠিত হলো সৃষ্টি কালচারাল সেন্টার প্রযোজিত সুকল্যাণ ভট্টাচার্যের পরিচালনায়  আলীবাবা চল্লিশ চোর এর কাহিনী নিয়ে নৃত্যনাট্য বাঁদী-বান্দার রূপকথা । স্কুল প্রাঙ্গণে আয়োজিত উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুলের প্রতিষ্ঠতা চেয়ারম্যান প্রখ্যাত অর্থোপেডিক চিকিৎসক,বাংলাদেশ অর্থোপেডিক সোসাইটির সাবেক সভাপতি ডাঃ অধ্যাপক আমজাদ হোসেন,
দিনাজপুরের আমেনা-বাকী রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজে "আলীবাবা ও চল্লিশ চোর নাটক" মঞ্চস্থদিনাজপুর জেলা প্রশাসক মীর খায়রুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ আশরাফ, চিরিরবন্দর উপজেলা নির্বাহী অফিসার গোলাম রব্বানী, চিরিরবন্দর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও সি) হারেসুল ইসলাম ,ডাঃ আমজাদের সহধর্মিণী ডাঃ শামীমা আমজাদ সহ অনেকে । এ সময় জেলা প্রশাসক মীর খায়রুল আলম বলেন আমেনা-বাকী স্কুল শুধু দিনাজপুর নয় পুরো দেশের গর্ব ।একজন ডাঃ আমজাদের প্রচেষ্টায় আজ দিনাজপুরের এই চিরিরবন্দর উপজেলা আজ শিক্ষার নগরীতে পরিণত হয়েছে । উনার চিন্তা চেতনা আর এলাকার প্রতি দায়িত্ববোধ সত্যি অবাক করার মত ।

কয়েক হাজার দর্শকের উপস্থিতিতে সুবিশাল স্টেজ আর তিন স্থরের মঞ্চ নজর কেড়েছে সবার। শান্তিপূর্ণ ও সু-শৃংখল ভাবে অনুষ্ঠান সম্পন্ন হওয়ায় দর্শক সহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান ডাঃ আমজাদ হোসেন ।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment