বিপুল ভোটের ব্যবধানে অাসনটি শেখ হাসিনাকে উপহার দিতে হবে-এমপি ইউসুফ হারুন

বিপুল ভোটের ব্যবধানে অাসনটি শেখ হাসিনাকে উপহার দিতে হবে-এমপি ইউসুফ হারুন

আওয়ামীলীগ কেন্দ্রিয় কমিটির সাবেক অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক, এফবিসিসিআই’র সাবেক সভাপতি আলহাজ্ব ইউসুফ আব্দুল্লাহ হারুণ এমপি বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কাকে বিজয়ী করে প্রমান করতে হবে মুরাদনগরের মানুষ শেখ হাসিনাকে ভালবাসে। সে লক্ষে পৌছঁতে হলে মুরাদনগরের আসনটি বিপুল ভোটের ব্যবধানে শেখ হাসিানাকে উপহার দিতে হবে। তিনি বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে মুরাদনগর উপজেলাকে বাংলার তিন বারের সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ঘাঁটিতে পরিনত করতে হবে। মনে রাখতে হবে শেখ হাসিনার সরকার ক্ষমতায় থাকলে মুরাদনগরকে একটি আদর্শ ও সমৃদ্ধশালী উপজেলায় রুপান্তরিত করা সম্ভব হবে।
বিপুল ভোটের ব্যবধানে অাসনটি শেখ হাসিনাকে উপহার দিতে হবে-এমপি ইউসুফ হারুনতিনি আরো বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রেখে যাওয়া সপ্নকে বাস্তবে রুপদান করতে আবারো শেখ হাসিনার সরকার প্রয়োজন। তাই সকল মতবাদ ভুলে কাধেঁ কাধ মিলিয়ে নৌকা মার্কাকে বিজয়ী করতে নেতা-কর্মী ও সমর্থকদের ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। আলহাজ্ব ইউসুফ আব্দুল্লাহ হারুন এমপি শুক্রবার বিকেলে নবীপুর পূর্ব ইউনিয়ন আওয়ামী লীগের কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। নগরপাড় বিয়াম ল্যাবরেটরী স্কুল মাঠে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা উওর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ম. রুহুল আমিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট আবুল কালাম আজাদ। এতে প্রধান বক্তা ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পার্থ সারথী দও।

আওয়ামীলীগ নেতা বাচ্চু মিয়া সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী কামাল উদ্দিন চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী আবুল খায়ের চেয়ারম্যান, নবীপুর পূর্ব ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামছুল হক মেম্বার, যুগ্ম সাধারণ সম্পাদক রাম প্রসাদ মেম্বার, যুগ্ম সাধারণ সম্পাদক আজিম সরকার।
উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি শাহেদুল হক সুজন মেম্বারের উপস্থাপনায় এতে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা ইদ্রিস মিয়া, কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের উপ-দপ্তর সম্পাদক মেজবাহ উদ্দিন, মুরাদনগর থানা ছাত্রলীগের যুগ্ন আহ্বায়ক শফিকুল ইসলাম তুহিন, উপজেলা প্রজন্ম লীগের সভাপতি ওমর ফারুক দেলোয়ার ও কৃষকলীগ নেতা জাহাঙ্গীর আলম সরকার প্রমুখ।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment