অস্ট্রেলিয়ার বর্ষসেরা টেস্ট ক্রিকেটার অধিনায়ক স্মিথ

অস্ট্রেলিয়ার বর্ষসেরা টেস্ট ক্রিকেটার অধিনায়ক স্মিথ

বছরের সেরা অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের নির্বাচনে মেলবোর্নে সোমবার হয়েছে জকমালো আয়োজন। দেশের বর্ষসেরা ক্রিকেটারের সর্বোচ্চ পুরস্কার অ্যালান বোর্ডার পদক গলায় ঝুলালেন স্টিভেন স্মিথ। তার আগে বর্ষসেরা টেস্টখেলোয়াড়ও নির্বাচিত হন অস্ট্রেলিয়ার অধিনায়ক। ভারত ও ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে দাপুটে পারফরম্যান্স করায় ৬ ভোটে নাথান লায়নকে পেছনে ফেললেন তিনি।
গত বছরের ৮ জানুয়ারি থেকে ২০১৮ সালের ৮ জানুয়ারি পর্যন্ত পারফরম্যান্স বিবেচনা করা হয়েছে। এই সময়ে স্মিথ তিন ফরম্যাট মিলিয়ে সবার উপরে। তবে দুর্দান্ত ফর্মে ছিলেন টেস্টে। ১১ ম্যাচে ৮১.৫৬ গড়ে ৬টি সেঞ্চুরিসহ ১ হাজার ৩০৫ রান করেছেন তিনি।সবচেয়ে উল্লেখযোগ্য ইনিংসটি খেলেছেন পার্থে গত ডিসেম্বরে। অ্যাশেজের তৃতীয় ম্যাচে ক্যারিয়ার সেরা ২৩৯ রান করেছেন স্মিথ। গত মাসে আইসিসির বর্ষসেরা টেস্ট ক্রিকেটারের পুরস্কার জিতেছিলেন তিনি।স্মিথ ও অলরাউন্ডার মার্কাস স্টোইনিসকে টপকে অস্ট্রেলিয়ার বর্ষসেরা ওয়ানডে খেলোয়াড় হয়েছেন ডেভিড ওয়ার্নার। চ্যাম্পিয়নস ট্রফিতে খেলতে না পারলেও সীমিত ওভারের এই ফরম্যাটে দারুণ একটি বছর কাটান এই ওপেনার। স্মিথকে পেছনে ফেলে একদিনের ক্রিকেটে সেরা হলেন ওয়ার্নার। টি-টোয়েন্টিতে বছরের সেরা হয়েছেন অ্যারন ফিঞ্চ।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment