মোবাইল কোর্ট লৌহজংয়ে চার মন জাটকাসহ আটক ৯

মোবাইল কোর্ট লৌহজংয়ে চার মন জাটকাসহ আটক ৯

মোঃ মানিক মিয়া, স্টাফ রিপোর্টার (মুন্সীগঞ্জ)॥

মুন্সীগঞ্জের লৌহজংয়ের পদ্মা ও তার শাখা নদীতে অভিযান চালিয়ে ৪ মন জাটকা, ১ লাখ মিটার কারেন্ট জাল জব্দ ও ৯ জেলেকে আটক করেছে মাওয়া নৌ পুলিশ ফাাঁড়ির একটি দল। গতকাল সোমবার ভোর ৫টার দিকে মাওয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শরজিৎ কুমার ঘোষের নেতৃত্বে পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে এ অভিযান চালনো হয়। পরে মোবাইল কোর্টের মাধ্যমে আটককৃতদের ৫ শ’ টাকা করে জরিমানা করা হয়। মাওয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শরজিৎ কুমার ঘোষ জানান, সোমবার ভোর ৫টা থেকে ৭ টা পর্যন্ত পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে ৪ মণ জাটকা, ১ লাখ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। এ সময় অবৈধভাবে জাটকা নিধন ও কারেন্ট জাল ব্যবহারের দায়ে ৯ জনকে আটক করা হয়। আটককৃতরা হলো মো. জিলানী (৪০), সুন্নত দাস (৩০), মো. ওসমান গনি (৩৫), মো. ওবায়দুল (২৫), মো. আবু সাঈদ (৩২), মো. মাঈন উদ্দিন (৩২), মো. মনির (৪০), মো. আবুল কায়েস (৫০) ও মো. খলিল (৪৫)। পরে লৌহজং উপজেলা নির্বাহী কর্মকতা মো. মনির হোসেন মোবাইল কোর্টের মাধ্যমে আটককৃত প্রত্যেককে ৫ শত টাকা করে সর্বমোট ৫ হাজার ৫ শত টাকা জরিমানা আদায় করলে তাদের কে ছেড়ে দেয়া হয়। জব্দকৃত জাটকা বিভিন্ন মাদ্রাসার এতিম ছাত্রদের মাঝে বিলিয়ে দেয়া হয়। আর জালগুলো আগুনে পুড়িয়ে বৃনষ্ট করা হয়।#

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment