ঝিনাইদহে মাশরুম সেন্টারের উদ্বোধন

নাসিরনগরের নতুন অভিভাবককে বরণ করতে হাজারো মানুষের ঢল
রিয়াজ উদ্দীন (ঝিনাইদহ) প্রতিনিধিঃ-
ঝিনাইদহ শহরের ঘোষপাড়ায় মাশরুম সেন্টারের উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে ঝিনাইদহের জেলা প্রশাসক জাকির হোসেন এ সেন্টারের উদ্বোধন করেন। মাশরুম চাষী রফিকুল ইসলামের ঝিনাইদহ মাশরুম সেন্টারের উদ্বোধন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক জি এম আব্দুর রউফ।
নাসিরনগরের নতুন অভিভাবককে বরণ করতে হাজারো মানুষের ঢল অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জাতীয় মাশরুম ইনস্টিটিউটের উপ-পরিচালক ড. নিরদ চন্দ্র সরকার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী ইসলাম, সদর উপজেলা কৃষি কর্মকর্তা ড. খান মোঃ মনিরুজ্জামান, জাতীয় মাশরুম ইনস্টিটিউটের মাশরুম গবেষক ড. আক্তার জাহান কাকন, এস এ টিভির ঝিনাইদহ প্রতিনিধি ফয়সাল আহমেদ,সদর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রোকনুজ্জামান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মাশরুম সেন্টারের মালিক রফিকুল ইসলাম ও হালিমা আক্তার। পরিচালনা করেন প্রকৌশলী আবুল বাশার, অনুষ্ঠানে মাশরুম উদ্দ্যোক্তা ও চাষিরা অংশ গ্রহন করেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, মাশরুম একটি সুস্বাদু, পুষ্টিকর ও ঔষধি সবজি। নিয়মিত মাশরুম খাওয়ার ফলে ডায়াবেটিস, হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ক্যান্সারসহ বিভিন্ন জটিল রোগ সারা সম্ভব।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment