টি-টোয়েন্টিতেও ভালো করে বিশ্ববাসীকে দেখিয়ে দিতে চাই- মাহমুদউল্লাহ রিয়াদ

টি-টোয়েন্টিতেও ভালো করে বিশ্ববাসীকে দেখিয়ে দিতে চাই- মাহমুদউল্লাহ রিয়াদ

ওয়ানডে ও টেস্ট ক্রিকেটে গত তিন বছর ধরে দারুণ ক্রিকেট খেলছে বাংলাদেশ। ভারত, পাকিস্তান, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার মতো শক্তিশালী দলের বিপক্ষে জয় পেয়েছে টাইগাররা। টেস্ট ও ওয়ানডেতে উন্নতি করলেও টি-টোয়েন্টিতে বাংলাদেশ সেভাবে ভালো করতে পারেনি। আইসিসি টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে বর্তমানে দশম অবস্থানে রয়েছে বাংলাদেশ।

শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ সামনে রেখে টাইগার দলপতি মাহমুদউল্লাহ রিয়াদ বলেছেন, টি-টোয়েন্টিতেও ভালো করে আমরা বিশ্ববাসীকে দেখিয়ে দিতে চাই।বুধবার ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে মাহমুদউল্লাহ রিয়াদ বলেছেন, ‘টি-টোয়েন্টি ভিন্ন একটি ফরম্যাট। এই ফরম্যাটে আমাদের নামের পাশে যে প্রশ্নবোধক চিহ্ণটি আছে তা দূর করতে চাই। বিশ্বের অন্যান্য দলকে আমরা একটি বার্তা দিতে চাই যে, টেস্ট ও ওয়ানডের মতো টি-টোয়েন্টিতেও আমরা সমানভাবে উন্নতি করছি।’তিনি আরও বলেন, ‘গত তিন বছর ঘরের মাঠে ভালো খেলে আমরা প্রত্যাশাটা বাড়িয়ে দিয়েছি। দুর্ভাগ্যবশত এই সিরিজে আমরা সেভাবে খেলতে পারিনি। আমাদের সামনে আরেকটি সুযোগ আছে। আমরা অবশ্যই এই সুযোগটি কাজে লাগাতে চাই।’মিরপুরে আগামীকাল অনুষ্ঠিত হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ। সিলেটে সিরিজের দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে ১৮ ফেব্রুয়ারি। দুইটি ম্যাচই শুরু হবে বিকাল পাঁচটায়।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment