ফেনীত দুই দালালকে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালতে

ফেনীত দুই দালালকে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালতে

ফেনী প্রতিনিধিঃ-
ফেনীতে ভুয়া সিল জব্দসহ পাসপোর্টের দুই দালালকে কারাদন্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার সকালে শহরের ট্রাংক রোডস্থ শাওন ট্রাভেলস এন্ড ট্যুরস অফিসে অভিযান চালিয়ে এ কারাদন্ডাদেশ ও জরিমান করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক সোহেল রানা। ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়,
ফেনীত দুই দালালকে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালতেশাওন ট্রাভেলস এন্ড ট্যুরস অফিসে গিয়ে তিনটি ভুয়া সিল জব্দ করে ভ্রাম্যমাণ আদালত। এসময় ট্রাভেলসের মালিক মাকসুদুর রহমান মাসুদকে ১ মাসের কারাদন্ড ও ২০ হাজার টাকা জরিমানা এবং কর্মচারী ইস্রাফিল হোসেনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করেন। এদিন শহরের মহিপালের গাউছিয়া হোটেল এন্ড সুইটসেও অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। অনুমোদন ছাড়া দই তৈরী ও ভাসি মিষ্টি বিক্রির দায়ে প্রতিষ্ঠানের ম্যানেজার মোহাম্মদ কামাল উদ্দিনকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় স্বাস্থ্য অধিদপ্তরের জেলা স্যানিটারি ইন্সপেক্টর সুজন বড়ুয়া ও ব্যাটালিয়ান আনসারের সদস্যরা অভিযানে উপস্থিত ছিলেন। ভ্রম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা বলেন,
ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে জেলা প্রশাসনের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment