আলোকিত সীমান্ত গড়তে বদ্ধপরিকর বিজিবি

সীমান্ত রক্ষী বাহিনী বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি) দেশের সার্বভৌমত্ব রক্ষায় সর্বাত্বক কাজ করছে। পাশাপাশি অপরাধ কমাতে ঠাকুরগাঁওয়ের সীমান্ত এলাকা আলোকিত করতে আমরা বদ্ধপরিকর।জেলায় চোরাচালান রোধে বিজিবি ইতোমধ্যে বিভিন্ন প্রকল্প গ্রহণ করেছে। সেইসব প্রকল্প এখন আলোর মুখ দেখতে শুরু করেছে। অবৈধভাবে ভারতে প্রবেশ, মাদকদ্রব্য রোধ ও সীমান্তে নিরীহ মানুষ হত্যা থেকে ঠাকুরগাঁও জেলা বর্ডার গার্ড গুরুত্বপূর্ন ভূমিকা পালনে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।
বৃহস্পতিবার দুপুরে ঠাকুরগাঁও প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় ৩০ বর্ডার গার্ড ব্যাটালিয়নেরর পরিচালক লে. কর্ণেল মোহাম্মদ হোসেন এসব কথা বলেন।ঠাকুরগাঁও ৩০ বিজিবি লেজার ক্যান্টিনে সীমান্ত হত্যা, মাদকদ্রব্য ও চোরাচালান রোধ বিষয়ে ঠাকুরগাঁও প্রেসক্লাবের সাথে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সভাপতি আবু তুরাব মানিক, টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ফিরোজ আমিন সরকার, সাধারণ সম্পাদক তানভীর হাসান তানু, সিনিয়র সাংবাদিক রফিকুল ইসলাম, এস এম জসিম, জাকির মোস্তাফিজ মিলু, নবীন হাসান, গোলাম সারোয়ার সম্রাট, রবিউল এহ্সান রিপন প্রমুখ।মতবিনিময় সভায় ৩০ বিজিবির পরিচালক নিরাপদ সীমান্ত রক্ষায় সাংবাদিকদের-বিজিবি এক হয়ে কাজ করার আশ্বাস প্রদান করেন।

 

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment