কলারোয়া সীমান্তে অবৈধ ভাবে ভারতে প্রবেশের সময় দুই যুবক আটক

কলারোয়া সীমান্তে অবৈধ ভাবে ভারতে প্রবেশের সময় দুই যুবক আটক
শফিকুর রহমান ,কলারোয়া সাতক্ষীরা: –
কলারোয়া উপজেলার কাকডাঙ্গা সীমান্ত দিয়ে বিনা পাসপোর্টে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় দুই বাংলাদেশি যুবককে আটক করেছে সীমান্তরক্ষী বিজিবি সদস্যরা। সোমবার বিকালের দিকে উপজেলার কাকডাঙ্গা সীমান্তের মেইন পিলার ১৩/৩ এস এর ৬ আরবি’র নিকট সোনাই নদীর ধার থেকে তাদের আটক করা হয়। আটককৃত হলেন- খুলনা জেলার দিঘলিয়া থানার কৈবর্তগাতী গ্রামের মিলন বিশ্বাসের ছেলে সৌরভ বিশ্বাস (২১) ও বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ থানার সোনাতলা গ্রামের অমল কৃঞ্চ মন্ডলের ছেলে সুদিপ মন্ডল (২১)।
কলারোয়া সীমান্তে অবৈধ ভাবে ভারতে প্রবেশের সময় দুই যুবক আটককাকডাঙ্গা কোম্পানী বিজিবি ক্যাম্পের ল্যান্স নায়েক মোকাদ্দেস আলী জানান- ওই যুবকরা বিনা পাসপোর্টে অবৈধ ভাবে ভারতে যাওয়ার জন্য সোনাই নদীর ধার এলাকায় ঘুরাফেরা করছিল। এ সময় তার টহলরত বিজিবি’র সদস্যরা যুবকদের আটক করে জিজ্ঞাসা করলে তারা ভারতের যাওয়ার কথা স্বীকার করেন এবং তাদের আটক করে ক্যাম্পে নিয়ে আসা হয়। পরে উর্দ্ধতন বিজিবি কর্মকর্তাদের সাথে পরামর্শ করে রাতে ওই যুবকদের থানায় সোপার্দ করা হয়। এ ব্যাপারে ল্যান্স নায়েক মোকাদ্দেস আলী বাদি হয়ে থানায় একটি পাসপোর্ট আইনে মামলা (১৬) তাং ১২/২/১৮ দায়ের করেন বলে জানান। মঙ্গলবার সকাল ১০টার দিকে আটকদের সাতক্ষীরার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয় বলে থানা সূত্র জানায়

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment