‘খালেদাকে ছাড়া নির্বাচনে যাবে না ২০ দলীয় জোট’

কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহীম (বীর প্রতীক) বলেছেন, শান্তিপূর্ণ আন্দোলন করতে চায় ২০ দলীয় জোট। আর তাতে যেন আইনশৃঙ্খলা বাহিনী সহযোগিতা করে। আমরা নির্বাচনমুখী দল, তাই নির্বাচনে অংশ নিতে চাই। তবে খালেদা জিয়াকে ছাড়া আমরা কোনো ভোটে অংশ নেব না।

বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপি চেয়ারপারসন ও ২০ দলীয় জোটনেত্রী খালেদা জিয়ার মুক্তি দাবিতে কল্যাণ পার্টি আয়োজিত মানববন্ধনে এসব কথা বলেন তিনি।এসময় বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন (বীর বিক্রম) বলেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়েই মিথ্যা ও সাজানো মামলায় সাজা দিয়ে তাকে কারাগারে পাঠানো হয়েছে।প্রতিপক্ষ খালেদা জিয়ার জনপ্রিয়তাকে ভয় পায় বলেই বর্তমান সরকার তাকে কারাগারে পাঠিয়েছে বলে মন্তব্য করেন হাফিজ উদ্দিন। তিনি বলেন, দুই কোটি টাকা আত্মসাতের যে অভিযোগ করা হয়েছে, তা তো এখন ছয় কোটি টাকা হয়েছে। তাহলে টাকা আত্মসাৎ হলো কোথা থেকে? মূলত খালেদা জিয়াকে প্রতিহিংসাপরায়ণ হয়ে মিথ্যা মামলায় কারাগারে পাঠিয়েছে।

হাফিজ উদ্দিন বলেন, জিয়া অরফানেজ ট্রাস্টের অর্থ আত্মসাতের মামলা একটা অজুহাত। খালেদা জিয়ার জনপ্রিয়তাই হচ্ছে বর্তমান সরকারের প্রধান সমস্যা। কারণ খালেদা জিয়া বারবার দেশের যেকোনো জায়গায় পাঁচটি আসনে নির্বাচনে বিজয়ী হয়েছেন। তিনি কখনো পরাজিত হননি। কিন্তু বর্তমান প্রধানমন্ত্রী সেটা পারেননি।মেজর হাফিজ আরো বলেন, বিএনপি সব সময় শান্তিপূর্ণ আন্দোলন করে। বিগত নির্বাচনের পর আওয়ামী লীগ সহিংস কার্যকলাপ চালিয়েছে। বিএনপি ভদ্র রাজনৈতিক আচরণের দল। বেগম জিয়ার আচরণে তা প্রমাণ হচ্ছে।কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ ইব্রাহিমের সভাপতিত্বে মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক সাদেক আহমদ খান, ২০ দলীয় জোটের শরিক লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, ন্যাপ-ভাসানীর মহাসচিব গোলাম মোস্তফা, বিএনপি নির্বাহী কমিটির সদস্য ও স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ, কল্যাণ পার্টির ভাইস চেয়ারম্যান শাহিদুর রহমান তামান্না, সাংগঠনিক সম্পাদক সোহেল মোল্লা প্রমুখ।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment