টাঙ্গাইলে অবৈধ অস্ত্রসহ তিন যুবক গ্রেপ্তার

টাঙ্গাইলে অবৈধ অস্ত্রসহ তিন যুবক গ্রেপ্তার

টাঙ্গাইলে দুইটি বিদেশি পিস্তল, দুইটি ম্যাগাজিন ও ৬ রাউন্ড গুলিসহ তিন যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব-১২ সদস্যরা। বুধবার রাতে টাঙ্গাইল সদর উপজেলার গোডবাড়ী গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হচ্ছেন- নরসিংদী সদর উপজেলার ১৫২ নাগরিয়াকান্দি এলাকার মো. সিদ্দিকুর রহমান নাহিদ, একই জেলার রায়পুর উপজেলার দরিহাইরমারা গ্রামের মো. ওয়ালিদ হোসেন লাল ও তার ভাই মো. তারেক হোসেন নীল।
টাঙ্গাইলে অবৈধ অস্ত্রসহ তিন যুবক গ্রেপ্তারর‌্যাব-১২ সিপিসি-৩ টাঙ্গাইলের কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ রবিউল ইসলাম বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। সংবাদ সম্মেলনে বলা হয়, গোপন সংবাদে বুধবার রাতে টাঙ্গাইল সদর উপজেলার গোডবাড়ী গ্রামের মোতালেব বাড়ির পাশে এক বাগানে অভিযান চালানো হয়। গ্রেপ্তাররা জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন ধরে নরসিংদী জেলাসহ আশপাশের জেলায় ডাকাতি, ছিনতাই, খুনসহ নানা অপরাধমূলক কর্মকান্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। লাইসেন্স ব্যতিত বিদেশি আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ  রাখার অপরাধে গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে মামলা হয়েছে।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment