ডিজিটাল হচ্ছে সউদি বিদ্যুৎ বিভাগ

ডিজিটাল হচ্ছে সউদি বিদ্যুৎ বিভাগ

সউদি ইলেক্ট্রিসিটি কম্পানি (এসইসি) এখন থেকে আর বিদ্যুৎ বিল ছাপাবেও না, দেবেও না। তবে সেজন্য ‘আর বিল দিতে হবে না’ ভেবে খুশি হওয়ার কিংবা ‘আর কি তবে বিদ্যুৎ পাওয়া যাবে না?’ মনে করে ভয় পাওয়ার কোনো কারণ নেই। গ্রাহকের কাছে বিদ্যুৎ বিল ঠিকই যাবে এবং বিল পরিশোধও করতে হবে।
ডিজিটাল হচ্ছে সউদি বিদ্যুৎ বিভাগ
তবে সেই বিল আর কাগজে ছাপা হবে না। গ্রাহক অনলাইন প্ল্যাটফর্মের গুরুত্বপূর্ণ যে কোনো মডিউল, যেমন এসএমএস, ই-মেইল, মোবাইল অ্যাপসের সাহায্যে তার বিল কত হলো-না-হলো সবই জানতে পারবেন। এজন্যে গ্রাহককে শুধু এসইসি’র ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করতে হবে।ইতিমধ্যে সউদি আরবের বড় বড় বিভিন্ন শহরের পাশাপাশি অনেকগুলো ছোট শহরেরও কয়েক মিলিয়ন গ্রাহক এসইসিতে নাম রেজিস্ট্রেশন করিয়েছেন।এসইসি বলেছে, কাগজবিহীন বিলিংয়ের এ পদ্ধতি গ্রাহকের জন্য সুবিধাজনক ও পরিবেশবান্ধব। এতে বিল ছাপানো ও বিতরণ বাবদ প্রতি মাসে এক কোটি রিয়াল সাশ্রয় হবে। সূত্র : সউদি গেজেট

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment