দোহারে অগ্নিকান্ডে ঘর ও আসবাবপত্র পুড়ে ছাই

দোহারে অগ্নিকান্ডে ঘর ও আসবাবপত্র পুড়ে ছাই

মাহবুবুর রহমান টিপু,বিশেষ প্রতিনিধি(ঢাকা):-
দোহার উপজেলায় অগ্নিকান্ডে বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই হয়েছে।এ ঘটনায় গৃহকর্তার দাবী তার প্রায় পনের লক্ষ টাকার ক্ষতিসাধন হয়েছে।  বুধবার দুপুরে উপজেলার লক্ষীপ্রাসাদ গ্রামের মো.মনুরুদ্দিনের বাড়িতে বিদ্যুতের সর্টসার্কিটের কারনে দূর্ঘটনাবশত তার বসতঘরের কাঠের টিনশেট বাড়িতে এঘটনা ঘটে।মো.মনুরুদ্দিনের ছেলে খোরশেদ জানায়,
 দোহারে অগ্নিকান্ডে ঘর ও আসবাবপত্র পুড়ে ছাইতাদের বাড়ির বসত ঘরে হঠাৎ আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে বাড়ির লোকজন আগুন নেভাতে প্রায় একঘন্টা চেষ্ঠা করে এবং ফায়ার সার্ভিসকে খবর দেয়।সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস দূর্ঘনাস্থলে এসে হাজির হলে ততক্ষনে বাড়ির কাঠের ঘর ও ভিতরে থাকা টিভি,ফ্রিজ ও সমস্ত আসবাবপত্র আগুনে পুড়ে ছাই হয়ে যায়।সংবাদ পেয়ে পুলিশ ও পল্লী বিদ্যুতের লোকজন ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় খোরশেদ দাবী করেন আগুনে পুড়ে তাদের প্রায় পনের লক্ষ টাকার ক্ষতিসাধন হয়েছে।
এ বিষয়ে দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.সিরাজুল ইসলাম জানান,বিদ্যুতের ওয়ারিং দূর্বল থাকায় সটসার্কিটের কারনে এ দূর্ঘটনা ঘটেছে।তবে কোন হতাহতের সংবাদ পাওয়া যায়নি।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment