পাচারকালে ৩৯ বস্তা সার জব্দ

পাচারকালে ৩৯ বস্তা সার জব্দ

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় সরকারি খুচরা সার বিক্রেতা ও ডিলার সার পাচারকালে স্থানীয় কৃষক-জনতা ৩৯ বস্তা সার আটক করেছেন। স্থানীয় বিভিন্ন সূত্রে জানা যায়, উপজেলার ফেনারবাঁক ইউনিয়নের ৫নং ওয়ার্ডের খুচরা সার বিক্রয় ডিলার সানোয়ার হোসেন ও ৯নং ওয়াডের ডিলার আশরাফুল যৌথভাবে লক্ষ্মীপুর বাজার থেকে ৩৯ বস্তা সার পাচারকালে ইউনিয়নের কাশিপুর গ্রামের পাশে বেলা সাড়ে ১১টার সময় কৃষক-জনতার সন্দেহ হলে তারা সারবোঝাই ট্রলিটি আটক করে। পরে স্থানীয় কৃষি বিভাগ ও জামালগঞ্জ থানায় জানানোর পর উপ-সহকারী কৃষি কর্মকর্তা ও পুলিশ এসে সারগুলো জব্দ করে স্থানীয় কৃষকের জিম্মায় রেখে আসেন।
পাচারকালে ৩৯ বস্তা সার জব্দএলাকাবাসী জানায়, ওই দুইজন সার ডিলারের অনিয়ম ও স্বেচ্চাচারিতার কারণে কৃষকরা কয়েকবার ইউএনও ও স্থানীয় কৃষি বিভাগে লিখিত অভিযোগ করা হয়। অভিযুক্ত সার ডিলার সানোয়ার হোসেনকে বারবার ফোন দিলে তিনি অন্যজন দিয়ে ফোন রিসিপ করিয়ে সময় ক্ষেপন করেন। অপর সার ডিলার আশরাফুলকে কয়েকবার ফোন দিলে তার ফোন বন্ধ পাওয়া যায়। জামালগঞ্জ থানার ওসি আবুল হাশেম বলেন, সার আটক করা হয়েছে কৃষি বিভাগের মাধ্যমে তদন্ত সাপেক্ষে আইনুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ড. সাফায়েত আহম্মদ সিদ্দিকী বলেন, পূর্বেও কৃষকদের লিখিত অভিযোগ পেয়েছিলাম। তবে ৩৯ বস্তা সার জব্দ করে স্থানীয় এক কৃষকের জিম্মায় রাখা হয়েছে। বিষয়টি সঠিকভাবে তদন্ত করে দোষী প্রমাণিত হলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment