বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টিতে নেই গুনারত্নে

বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের আগে আরেকটি ধাক্কা খেলো শ্রীলঙ্কা। আসেলা গুনারত্নেকে দলে পাচ্ছে না তারা।১২টি টি-টোয়েন্টি খেলা গুনারত্নে ছিলেন মিডল অর্ডারের নির্ভরশীল ব্যাটসম্যান। তাকে ছাড়া বৃহস্পতিবার বিকেলে শুরু হচ্ছে শ্রীলঙ্কার লড়াই। এদিন সকালে এক বিজ্ঞপ্তি দিয়ে গুনারত্নের ছিটকে যাওয়ার খবর জানায় দেশটির ক্রিকেট বোর্ড।
শুধু ব্যাটিং নয়, বলও করেন তিনি। ২০ ওভারের খেলায় তিনি নিয়েছেন ৫ উইকেট। দুই ম্যাচের সিরিজের একাদশে নিশ্চিত ছিল তার খেলা। কিন্তু ফিল্ডিং ড্রিলের সময় চোটে পড়েন তিনি। ডাইভ দেওয়ার সময় তার ডান বাহুতে আঘাত লাগে।যখন শ্রীলঙ্কা বাংলাদেশের মুখোমুখি হবে, ঠিক তখন দেশের বিমান ধরবেন গুনারত্নে। শ্রীলঙ্কায় তার এমআরআই স্ক্যান শেষে পাঠানো হবে পুনর্বাসনে। ক্রিকেট বোর্ড জানিয়েছে, তার স্থলাভিষিক্ত হিসেবে কাউকে পাঠানো হবে না। অর্থাৎ, শ্রীলঙ্কার নির্বাচিত ১৫ দল কমে হলো ১৪ জনের।এর আগে শ্রীলঙ্কা বাংলাদেশ সফরে থাকার মাঝেই ইনজুরিতে বাদ পড়েছেন অ্যাঞ্জেলো ম্যাথুজ ও কুশল পেরেরা। শ্রীলঙ্কা ক্রিকেট

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment