শেষ আটে যেতে আশাবাদী নেইমার

শেষ আটে যেতে আশাবাদী নেইমার

আত্মবিশ্বাসের তুঙ্গে থেকে শেষ ষোলোর প্রথম লেগ খেলতে সান্তিয়াগো বার্নাব্যুতে গিয়েছিল প্যারিস সেন্ত জার্মেই। নেইমারকে নিয়ে অনেক আশা ভরসা ছিল ভক্তদের। কিন্তু পারেননি ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

শেষ আটে যেতে আশাবাদী নেইমারসব আলো কেড়ে নেয় রিয়াল মাদ্রিদকে জেতালেন ‍ক্রিস্তিয়ানো রোনালদো। ৩-১ গোলে হারের হতাশা নিয়ে মাঠ ছাড়তে হলো পিএসজিকে। তাই বলে আশা হারাচ্ছেন না নেইমার। কোয়ার্টার ফাইনালে খেলার স্বপ্ন এখনও দেখছেন তিনি।ঘরের মাঠে এই মৌসুমে ধারাবাহিক পিএসজি। সব ধরনের প্রতিযোগিতায় পার্ক ডি প্রিন্সেসে তারা প্রত্যেকটি ম্যাচ জিতেছে ভালো ব্যবধানে। তাই রিয়ালের সঙ্গে ৬ মার্চের লড়াই নিয়ে আশাবাদী পিএসজির প্রাণভোমরা নেইমার।রাবিয়টের গোলে এগিয়ে গিয়েছিল পিএসজি। সেটা ধরে রাখতে পারেনি তারা। রোনালদোর জোড়া ও মার্সেলোর গোলে হারের তেতো স্বাদ নিয়ে ফিরতে হয়েছে ফরাসি জায়ান্টদের। একমাত্র অ্যাওয়ে গোলের সুবিধা নিতে চায় তারা। এজন্য কমপক্ষে ২-০ গোলে জিততে হবে তাদের। নেইমার, এমবাপে ও কাভানির আক্রমণভাগের জন্য খুব বেশি কঠিন হবে না। তবে রক্ষণটাকেও সামলাতে হবে।কঠিন এক চ্যালেঞ্জ নিয়েই শেষ আটে যেতে আশাবাদী নেইমার, ‘এখনই কোনও কিছু চূড়ান্ত হয়নি, দ্বিতীয় লেগের খেলা এখনও আছে।’ কোচ উনাই এমেরির বিশ্বাস, পরের লেগে তার শিষ্যরা ভোগাবে বর্তমান চ্যাম্পিয়নদের। পার্ক ডি প্রিন্সেসে এবার দলের সঙ্গে ভক্তদেরও পাশে চান এমেরি, ‘রিয়াল বর্তমান চ্যাম্পিয়ন এবং গত চার বছরে তিনবার শিরোপা জিতেছে। কিন্তু আমরা তাদের হারাতে পারি। ঘরের মাঠে সেই সুযোগ থাকবে। আমাদের ভক্তদের সামনে সামর্থ্যের সবটুকু দিয়ে রিয়ালকে ভোগাতে পারি। পরের পর্বে যাওয়ার সুযোগ আছে আমাদের।’ ইএসপিএনএফসি

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment