ছাত্রদল নেতাদের গ্রেফতারে নিন্দা

ছাত্রদল নেতাদের গ্রেফতারে নিন্দা

ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সদস্য ওমর ফারুক শাকিল, ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম সম্পাদক সাজ্জাদ হোসেন, ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সহ-সমাজসেবা সম্পাদক মো. আমির হোসেন, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম, যশোর জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মোস্তফা আমীর ফয়সাল ও যশোরের নোয়াপাড়া পৌর ছাত্রদল সভাপতি মো. আসাদুজ্জামান জনিকে গ্রেফতার করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদক।
ছাত্রদল নেতাদের গ্রেফতারে নিন্দাশুক্রবার এক বিবৃতিতে নেতারা বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকাণ্ডে পেশাদারিত্বের চেয়ে রাজনৈতিক উদ্দেশ্যই বেশি দেখা যাচ্ছে। দিনদুপুরে কুপিয়ে মানুষ হত্যাকারী ছাত্রলীগ সন্ত্রাসীদের আইনশৃঙ্খলা বাহিনী দেখে না অথচ ছাত্রদলের নিরীহ মেধাবী ছাত্রনেতাদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনী উদগ্রীব থাকে। জনগণ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে পেশাদার রাষ্ট্রীয় বাহিনী হিসেবেই দেখতে চায়, যারা সব রাজনৈতিক পক্ষপাতের ঊর্ধ্বে উঠে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবে।নেতারা বলেন, সুস্থ রাজনৈতিক পরিবেশ সৃষ্টির লক্ষ্যে পাইকারিভাবে নির্বিচারে ছাত্রদল নেতা-কর্মীদের গ্রেফতার না করে প্রকৃত অপরাধীদের গ্রেফতার করতে আইনশৃঙ্খলা বাহিনীকে আহবান জানান। প্রশাসনকে নিরপেক্ষ ও দলীয় প্রভাবমুক্ত থেকে ভূমিকা পালন করার জন্য বলেন।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment