শরণার্থীদের তাড়াতে কার্যক্রম শুরু করেছে ইসরায়েল

শরণার্থীদের তাড়াতে কার্যক্রম শুরু করেছে ইসরায়েল

চলতি বছরের ফেব্রুয়ারি মাসের শুরুর দিকে প্রায় ২০ হাজার আশ্রয়প্রার্থীকে নোটিশ পাঠায় ইসরায়েল কর্তৃপক্ষ। তাদের বেশিরভাগই ইরিত্রিয়া এবং সুদানের নাগরিক। ধারণা করা হচ্ছে, সামনের মাসগুলোতে কমপক্ষে ৩৫ হাজার বিদেশি নাগরিককে বের করে দেয়া হবে অন্যথায় কারাগারে আটকে রাখা হবে।
শরণার্থীদের তাড়াতে কার্যক্রম শুরু করেছে ইসরায়েল
অভিযান শুরু করার জন্য ইতোমধ্যেই অন্তত শতাধিক কর্মকর্তাকে নির্দেশ দিয়েছে সরকার। গত জানুয়ারিতেও এ সংক্রান্ত দায়িত্বে থাকা শতাধিক কর্মকর্তাকে বিষয়টি বুঝিয়ে দেয়া হয়েছে। ওই কর্মকর্তারা অবৈধ নাগরিকদের চিহ্নিত এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়টি দেখভাল করেন। এমনকি ওই কর্মকর্তাদের নির্দেশ দেয়া হয়েছে, অনুপ্রবেশকারীদের আটক করে তাদের দেশে ফেরত পাঠিয়ে দিতে কিংবা অন্য কোনো দেশে ঢুকিয়ে দিতে। এ ব্যাপারে নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়, ইসরায়েল এমন এক স্থান হতে যাচ্ছে, যেখানে কোনো শরণার্থীর জায়গা নেই। ইসরায়েলের এ ধরনের আচরণ একেবারে নেতিবাচকভাবেই দেখছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। সূত্র : আলজাজিরা

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment