৫৪ বলে ১০৫ গাপটিল, নিউজিল্যান্ড ২৪৩

৫৪ বলে ১০৫ গাপটিল, নিউজিল্যান্ড ২৪৩

ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ম্যাচে শুক্রবার অস্ট্রেলিয়ার বিপক্ষে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ছয় উইকেট হারিয়ে ২৪৩ রান সংগ্রহ করেছে নিউজিল্যান্ড। কিউই ওপেনার মার্টিন গাপটিল সেঞ্চুরি করেছেন। ৫৪ বল খেলে ছয়টি চার ও নয়টি ছক্কার সাহায্যে ১০৫ রান করেন তিনি। টি-টোয়েন্টি ক্যারিয়ারে এটি তার দ্বিতীয় সেঞ্চুরি। গাপটিল ছাড়াও এদিন দুর্দান্ত ইনিংস খেলেছেন অপর ওপেনার কলিন মুনরো।
৫৪ বলে ১০৫ গাপটিল, নিউজিল্যান্ড ২৪৩৩৩ বল খেলে ছয়টি চার ও ছয়টি ছক্কার সাহায্যে ৭৬ রান করেন তিনি। ওপেনিং জুটিতে ১৩২ রানের পার্টনারশিপ গড়েন মার্টিন গাপটিল ও কলিন মুনরো। টি-টোয়েন্টি ফরম্যাটে নিউজিল্যান্ডের এই ইনিংসটি যৌথভাবে সেরা। গত জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একটি টি-টোয়েন্টি ম্যাচে তারা ২৪৩ রান সংগ্রহ করেছিল। টি-টোয়েন্টিতে পুরো বিশ্বে সেরা ইনিংস অস্ট্রেলিয়ার। ২০১৬ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ২৬৩ রান সংগ্রহ করেছিল তারা।

সংক্ষিপ্ত স্কোর

নিউজিল্যান্ড ইনিংস: ২৪৩/৬ (২০ ওভার)

(মার্টিন গাপটিল ১০৫, কলিন মুনরো ৭৬, টিম সেইফার্ট ১২, মার্ক চ্যাপম্যান ১৬, কলিন ডি গ্র্যান্ডহোম ৩, রস টেইলর ১৭*, কেন উইলিয়ামসন ১, বেন হুইলার ১*; বেন হুইলার ২/৪০, বিলি স্ট্যানলেক ১/৪৩, অ্যান্ড্রু টাই ২/৬৪, মার্ক স্টয়নিস ০/৫০, অ্যাশটন আগার ১/২৪, ডি’আর্কি শর্ট ০/১৯)।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment