ছেলেদের মারামারি থামাতে গিয়ে বাবার মৃত্যু

ছেলেদের মারামারি থামাতে গিয়ে বাবার মৃত্যু

সন্তানদের মধ্যে মারামারি থামাতে গিয়ে শুক্রবার বিকেলে রাজ্জাক মোল্লা (৭০) নামের এক বাবার মৃত্যু হয়েছে। গাজীপুর সিটি কর্পোরেশনের হায়দরাবাদ দক্ষিণপাড়া এলাকায় এ মর্মান্তিক ঘটনাটি ঘটে।
ছেলেদের মারামারি থামাতে গিয়ে বাবার মৃত্যুএলাকাবাসী ও নিহত ব্যক্তির পরিবার সূত্রে জানা যায়, হায়দরাবাদ এলাকায় নিজ বাড়িতে দুই স্ত্রী ও ছেলেমেয়েদের নিয়ে থাকতেন রাজ্জাক মোল্লা। প্রথম স্ত্রীর ঘরে দুই ছেলে ও এক মেয়ে। দ্বিতীয় স্ত্রীর ঘরে তিন ছেলে ও এক মেয়ে। দীর্ঘদিন ধরে দুই ঘরের ছেলেদের মধ্যে ঝগড়া-বিবাদ চলছিল। শুক্রবার বেলা আড়াইটার দিকে পারিবারিক বিষয় নিয়ে দুই ঘরের ছেলেদের মধ্যে বাগবিতণ্ডতা হয়। একপর্যায়ে মারামারি শুরু হয়। খবর পেয়ে বাবা রাজ্জাক মোল্লা মারামারি থামাতে গেলে ছেলেদের ধাক্কা খেয়ে তিনি মাটিতে পড়ে যান। অচেতন অবস্থায় তাঁকে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

রাজ্জাক মোল্লার ছেলে খোকন মোল্লা বলেন, হাসপাতালে নেওয়ার পথে তাঁর বাবার মৃত্যু হয়। পুলিশ লাশ উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। টঙ্গী থানার এসআই রমজান আলী জানান, রাজ্জাক মোল্লার শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment