গাজায় বিস্ফোরণে ৪ ইসরাইলি সৈন্য আহত

গাজায় বিস্ফোরণে ৪ ইসরাইলি সৈন্য আহত

ইসরাইলি জঙ্গি বিমান শনিবার গাজায় হামলা চালিয়েছে। গাজায় ফিলিস্তিনি বসতি সীমান্তে একটি বোমা বিস্ফোরণে ইসরাইলের চার সৈন্য আহত হওয়ার পর এ হামলা চালানো হয়। এই বিস্ফোরণে দুই ইসরাইলী সৈন্য গুরুতর আহত হয়েছে। ২০১৪ সালে হামাসের সঙ্গে ইসরাইলের সহিংসতার পর এটাই সীমান্তে বড় ধরনের ঘটনা।
গাজায় বিস্ফোরণে ৪ ইসরাইলি সৈন্য আহতইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, শনিবার বিকেলে গাজা সীমান্তের বেড়ার কাছে একটি ফিলিস্তিনি পতাকা উড়তে দেখে সেদিকে এগিয়ে যায় ইসরাইলি সৈন্যরা, কাছাকাছি যাওয়ার পরই বিস্ফোরণ ঘটে তারা আহত হন। বিকেল ৪টার দিকে গাজার খান ইউনিস শহরের পূর্ব দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনার প্রতিক্রিয়ায় গাজা ভূখণ্ড নিয়ন্ত্রণকারী ফিলিস্তিনি রাজনৈতিক গোষ্ঠী হামাসের ১৮টি অবস্থান লক্ষ্য করে শনিবার রাতে বিমান হামলা চালিয়েছে ইসরাইল। তবে এতে কেউ হতাহত হয়েছে বলে কোনো খবর পাওয়া যায়নি। জার্মানির মিউনিখ নিরাপত্তা সম্মেলনে যোগ দেয়া ইসরাইলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, গাজা সীমান্তের ওই বিস্ফোরণ অত্যন্ত গুরুতর ঘটনা। আমরা এর যথাযথ জবাব দেব। সূত্র: এএফপি ও বিবিসি

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment