গোপন সভা থেকে শিবিরের কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

গোপন সভা থেকে শিবিরের কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

ময়মনসিংহে গোপন সভা করতে গিয়ে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন ইসলামী ছাত্রশিবিরের এক কেন্দ্রীয় নেতা। রবিবার গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন গফরগাঁওয়ের পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোখলেছুর রহমান আকন্দ। গ্রেপ্তার  মুনতাছির বিল্লাহ সংগঠনটির কেন্দ্রীয় গবেষণা সম্পাদক। জেলা পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাত থেকে রবিবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন থানায় অভিযান পরিচালনা করে বিএনপির তিন নেতাকর্মীসহ ৪৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার গ্রেপ্তারদের ময়মনসিংহের আদালতে সোপর্দ করা হয়েছে।
গোপন সভা থেকে শিবিরের কেন্দ্রীয় নেতা গ্রেপ্তারগ্রেপ্তারদের মধ্যে কোতোয়ালি মডেল থানায় ১০ জন, মুক্তাগাছায় ৩ জন, ফুলবাড়িয়ায় ১ জন, ভালুকায় ৫ জন, গফরগাঁওয়ে ২ জন, পাগলা থানায় ৪ জন, গৌরীপুরে ২ জন, ঈশ্বরগঞ্জে ৪ জন, নান্দাইলে ৩ জন, ফুলপুরে ২ জন, তারাকান্দায় ৭ জন, হালুয়াঘাটে ২ জন এবং  ধোবাউড়ায় ২ জন রয়েছেন। পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোখলেছুর রহমান আকন্দ জানান, গোপন মিটিং চলাকালে নিয়মিত মামলার আসামি গফরগাঁও উপজেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি ও কেন্দ্রীয় ছাত্র শিবিরের গবেষণা সম্পাদক আসামি মুনতাসির বিল্লাহকে গ্রেপ্তার করে আদালতে সোর্পদ করা হয়েছে।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment