প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা সব ধর্মের মানুষকে নিয়ে এগিয়ে চলছি – পররাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা সব ধর্মের মানুষকে নিয়ে এগিয়ে চলছি - পররাষ্ট্রমন্ত্রী

ফারুক হোসেন,খানসামা (দিনাজপুর) প্রতিনিধি:-
‘বাংলাদেশে ৬ কিলোমিটার দীর্ঘতম পদ্মাসেতু নির্মাণ হচ্ছে। এখন দেশে যে উন্নয়নের গতি এসেছে আমরা আশা করছি জাতি সংঘের আগামী মিটিং-এ আনুষ্ঠানিক ভাবে বাংলাদেশ মধ্যম আয়ের দেশের মর্যাদা লাভ করবে। বঙ্গবন্ধুর আদর্শ ছিলো সব সম্প্র দায়ের সঙ্গে মিলেমিশে বাংলাদেশে বসবাস করা। আর আওয়ামী লীগ সরকার সেই আদর্শকে লালন করে। বর্তমান। প্রধান মন্ত্রীর নেতৃত্বে আমরা সব ধর্মের মানুষকে নিয়ে এগিয়ে চলছি যাদের বাড়িতে বিদ্যুৎ নেই তাদেরকে খুঁজে বের করে বিদ্যুতের আওতায় আনা হচ্ছে।’ তিনি সকলের উদ্দেশ্যে বলেন, ‘আমরা কাকে ভোট দেবো? যারা বিদ্যুৎ দিতে পারে, যাদের দ্বারা রাস্তা-ঘাট পাকা হয়, ব্রীজ-কার্লভাট হয়, দেশের উন্নয়ন হয়-তাকেই ভোট দেবো। আর এ ধারা অব্যাহত রাখতে আমাদের কর্তব্য হলো সবাই মিলে নৌকা মার্কায় ভোট দেয়া।’’
প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা সব ধর্মের মানুষকে নিয়ে এগিয়ে চলছি - পররাষ্ট্রমন্ত্রী‘আগামী নির্বাচনে আমরা আবারও যদি আওয়ামী লীগকে জয়যুক্ত করি, শেখ হাসিনাকে আবার প্রধানমন্ত্রী করি, তাহলে দেখবেন দেশ আরও এগিয়ে যাবে।’ যারা আওয়ামী লীগকে বিশ্বাস করে, যারা স্বাধীনতাকে বিশ্বাস করে, তাদের সবাইকে একতাবদ্ধ হয়ে আগামি নির্বাচনে আওয়ামী লীগকে ক্ষমতায় নিয়ে আসার আহ্বান জানান। শনিবার বেলা ১১টায় গোয়ালডিহি ইউনিয়ন পরিষদ হলরুমে ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি চিত্তরঞ্জন রায়ের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান মোঃ আইনুল হক, সাধারণ সম্পাদক মোঃ ছলিম উদ্দিন, উপজেলা যুব মহিলা লীগের সভানেত্রী পলি রানী রায়, ওয়ার্ড আওয়ালীগ নেতা মৃণাল চট্টোপাধ্যায়, সাইফুল ইসলাম প্রমূখ। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন।
এরপূর্বে পররাষ্ট্রমন্ত্রী সকাল ১০টায় ওই ইউনিয়নের চান্দেরদহ শশ্মান ঘাটে নবনির্মিত দাহ চুল্লি ও ইউনিয়ন পোস্ট অফিস বিল্ডিং উদ্বোধন করেন। পরে বিকেলে সাবুদের হাট উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন এবং আঙ্গারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের জনসভায় যোগদান করেন। এ সময় মন্ত্রীর সাথে তার সহধর্মিনী মিসেস শাহীনা আলী, উপজেলা চেয়ারম্যান সহিদুজজ্জামান, উপজেলা নির্বাহী অফিসার আহমেদ মাহবুব-উল- ইসলাম, খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মতিন প্রধান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহ মোঃ আব্দুল জব্বার, সহ-সভাপতি প্রভাষক সাইফুল ইসলামসহ উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মী এবং জনসাধারণ উপস্থিত ছিলেন।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment