খালেদার সাক্ষাৎ না পেয়ে ফিরে এলেন তারা

খালেদার সাক্ষাৎ না পেয়ে ফিরে এলেন তারা

দুর্নীতির মামলায় কারাগারে থাকা দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাক্ষাৎ করতে গিয়েছিলেন বিএনপি নেত্রী শিরিন সুলতানার নেতৃত্বে বেশ কয়েকজন সাবেক সংরক্ষিত আসনের এমপি ও মহিলা দলের নেতারা। তবে কারা আইনের বেড়াজালে পড়ে অবশেষে সাক্ষাৎ ছাড়াই ফিরে আসতে হয় তাদের। একই অবস্থার শিকার হতে হয়েছে দক্ষিণ কেরাণীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি নিপুণ রায়ের নেতৃত্বে প্রায় চারশ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীকে। বিএনপি প্রধানের জন্য ভ্যানভর্তি করে বিভিন্ন প্রকারের ফল নিয়ে এসেছিলেন তারা।
খালেদার সাক্ষাৎ না পেয়ে ফিরে এলেন তারানিপুণ রায়দেরকেও একইভাবে কারা অধিদপ্তরসহ বিভিন্ন দপ্তর ঘুরে ফল নিয়ে চলে যেতে হয়েছে। দুটি ঘটনাই ঘটেছে সোমবার সকাল দশটার পর থেকে দুপুর একটার মধ্যে। কেরাণীগঞ্জ থেকে ফল নিয়ে নেতাকর্মীরা সকাল দশটার পর আসেন পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারের সামনে। এভাবে কারাগারের ভেতরে সরাসরি ফল পাঠানোর সুযোগ নেই সে কথা জানিয়ে তাদের অনুমতির জন্য পাঠানো হয় কারা অধিদপ্তরে। ফল পাঠানো ও সাক্ষাৎ চেয়ে দুটি আবেদন নিয়ে নিপুণ রায়সহ অন্যরা কারা মহাপরিদর্শকের সঙ্গে সাক্ষাৎ করতে গিয়ে জানতে পারেন তিনি দেশের বাইরে। পরে দপ্তরের কর্মকর্তারা কথা বলেন কেন্দ্রীয় কারাগারের জেলারের সঙ্গে।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment