সবচেয়ে বড় ব্রেইন টিউমার অপসারণ করলেন চিকিৎসকরা

সবচেয়ে বড় ব্রেইন টিউমার অপসারণ করলেন চিকিৎসকরা

ভারতের চিকিৎসকরা মস্তিষ্কের এক বৃহৎ টিউমার অস্ত্রোপচার করে মাথা থেকে বিচ্ছিন্ন করেছেন। টিউমারটির ওজন ছিল ১.৮ কেজি। মস্তিষ্কের টিউমারের মধ্যে এটি বিশ্বের সবচেয়ে বড়।
সবচেয়ে বড় ব্রেইন টিউমার অপসারণ করলেন চিকিৎসকরাউত্তর প্রদেশের বাসিন্দা সানতাল পালের মাথায় বড় এই টিউমারটি হয়। ৩ বছরে টিউমার আকার বড় হলে দৃষ্টিশক্তি হারান তিনি। সানতাল পালের চিকিৎসক ডা. ত্রিমূর্তি নাদকার্নি একথা বলেন। গত ১৪ ফেব্রুয়ারি সানতাল পালের মাথা অস্ত্রোপচার করা হয়। সাত ঘণ্টার অস্ত্রোপচারে তার মাথা থেকে টিউমার সরানো হয়। লম্বা এই অস্ত্রোপচার করতে সানতাল পালকে ১১ ব্যাগ রক্ত দেয়া হয়। সানতাল পাল এখন ভ্যান্টিলেটরে। আগামী কয়েকদিন তাকে ভ্যান্টিলেটরেই কাটাতে হবে। সেখানে তিনি চিকিৎসকদের নিবির পর্যবেক্ষণ আছেন। চিকিৎসকরা এখনো এ খবর আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেননি। তবে সানতাল পাল বিপদমুক্ত বলে জানিয়েছে হাসপাতালের চিকিৎসকরা। টিউমার সরানোর পর সানতাল পাল ধীরে ধীরে সুস্থ হচ্ছেন। তবে পুরোপুরি সুস্থ হতে তাকে আরো অপেক্ষা করতে হবে। সূত্র : বিবিসি

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment