অস্ট্রেলিয়ার উপ-প্রধানমন্ত্রী বার্নাবি’র পদত্যাগ

অস্ট্রেলিয়ার উপ-প্রধানমন্ত্রী বার্নাবি’র পদত্যাগ

অস্টেলিয়ার উপপ্রধানমন্ত্রী বার্নাবি জয়েস পদত্যাগ করবেন বলে ঘোষণা দিয়েছেন। স্থানীয় সময় শুক্রবার এ ঘোষণা দেন তিনি।
অস্ট্রেলিয়ার উপ-প্রধানমন্ত্রী বার্নাবি’র পদত্যাগচলতি মাসের প্রথম দিকে খবর বের হয়, ন্যাশশনাল পার্টির নেতা বার্নাবি তার সাবেক প্রেস সচিব ভিকি ক্যাম্পিয়নের সঙ্গে পরকীয়ায় জড়িয়েছেন এবং তাদের সন্তান হতে চলেছে। অথচ বার্নাবি একজন ক্যাথলিক খ্রিস্টান এবং ‘পারিবারিক মূল্যবোধ’ এর পক্ষে প্রচার চালান। তার ২৪ বছরের সংসার জীবনে চারটি কন্যা সন্তানও আছে। পরকীয়ার কারণে গত ডিসেম্বরে বার্নাবির সংসার ভাঙ্গে। বিষয়টি প্রকাশ হওয়ার পর থেকেই তার উপর পদত্যাগের চাপ আসতে শুরু করে। বার্নাবির বরাত দিয়ে সংবাদমাধ্যম বিবিসি জানায়, আগামী সোমবার উপপ্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়াবেন বার্নাবি। ২০১৪ সালে অস্ট্রেলিয়ার উপপ্রধানমন্ত্রী পদের দায়িত্ব পান ন্যাশনাল পার্টি অব অস্ট্রেলিয়ার এই নেতা।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment