জগন্নাথপুরে মেলার নামে অশ্লীল যাত্রানুষ্টান ও জুয়ার আসর গুড়িয়ে দিয়েছে পুলিশ

জগন্নাথপুরে মেলার নামে অশ্লীল যাত্রানুষ্টান ও জুয়ার আসর গুড়িয়ে দিয়েছে পুলিশ
মোঃ হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি #
জগন্নাথপুরের হলিকোণা বাজার এলাকার মাঠে বসন্ত মেলার নামে যাত্রা ও জুয়ার আসর গুড়িয়ে দিয়েছে পুলিশ।
জগন্নাথপুরে মেলার নামে অশ্লীল  যাত্রানুষ্টান ও জুয়ার আসর গুড়িয়ে দিয়েছে পুলিশ
বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হোসাইন মোহাম্মদ হাই জকি’র উপস্থিতিতে জগন্নাথপুর থানার ওসি তদন্ত আশরাফুল ইসলামের নেতৃত্বে এস আই হাবিবুর রহরহমান, এস আই কায়েমুল ইসলাম, এস আই কবির উদ্দিন, এস আই গোলাম মুর্শেদ ফাত্তাহ চৌধুরী, এস আই সাইফুর রহমান, এ এস আই শাহিন চৌধুরী, এ এস আই শাহ জামাল, এ এস আই তপন দেব, এ এস আই মোশাহিদ মিয়া, এ এস আই অরুন সিনহা, এ এস আই বেলাল আহমদ সহ বিপুল সংখ্যক পুলিশ ফোর্স হলিকোণা মাঠে পৌঁছে মেলায় স্থাপনকৃত প্যান্ডেলগুলো ভেঙ্গে গুড়িয়ে দেয়। এসময় মেলায় বিভিন্ন পণ্যের দোকান মালিকরা তাদের স্থাপনকৃত দোকানগুলো নিজ উদ্যোগে সরিয়ে নিয়ে যায়। এদিকে পুলিশের উপস্থিতি টের পেয়ে মেলার আয়োজকরা পালিয়ে যায়। জানা যায়, ভাটির জনপদ চিলাউড়া হলদিপুর ইউনিয়নের বাউধরন, খাগাউড়া ও রানীগঞ্জ ইউনিয়নের বাগময়না গ্রামসহ আশে পাশের গ্রাম গুলোর কিছু লোকজন প্রতি বছর বসন্ত মেলার আয়োজন করে থাকেন। এ বছরও বসন্ত মেলার আয়োজন করা হয়। প্রশাসনের অনুমতি না থাকায় আয়োজনকারীরা বিপাকে পড়লেও প্রশাসেনর অনুমতি ছাড়াই বৃহস্পতিবার থেকে মেলার কার্যক্রম শুরু করা হয়। বসন্ত মেলার নামে অশ্লিল যাত্রা, জুয়া, হাউজিসহ নানা ধরনের আপত্তিকর কর্মকান্ডের কারনে এলাকায় বিরুপ প্রতিক্রিয়ার সৃষ্টি হওয়ায় এনিয়ে মেলা বন্ধের প্রতিবাদে ১৯ফেব্রুয়ারি সচেতন এলাকাবাসীর ব্যনারে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্টিত হয়। স্থানীয় বাসিন্দা মুহতামিম মাওলানা শরিফ উদ্দিন জিয়া, এনামূল হক এনাম, সাইদুর রহমান, মামুর আহমদসহ প্রতিবাদকারিরা উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের গুরুত্বপূর্ন ভুমিকায় মেলার নামে অশ্লিল যাত্রানুষ্টান ভেঙ্গে দেয়ায় উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ মাসুম বিল্লাহ ও জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরীকে অভিনন্দন জানান। মেলার আয়োজকদের মধ্যে জনৈক ব্যক্তিরা জানান, অতীতের ন্যায় হলিকোণা এলাকায় বসন্ত মেলার আয়োজন করা হয়। মেলায় কোন ধরনের অশ্লিল যাত্রা কিংবা জুয়ার আসর বসানো হয়নি এমনকি যাত্রানুষ্টানের প্রস্তুতিও ছিলনা। জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ মাসুম বিল্লাহ জানান, হলিকোণা এলাকায় মেলা অনুষ্টান ভেঙ্গে দেয়া হয়েছে। জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী জানান, হলিকোণা এলাকায় মেলার নামে যাত্রা ও জুয়ার আসর পন্ড করে দেয়া হয়েছে। মাদক, জুয়া ও অশ্লিল কার্যকলাপ সহ সকল প্রকার অপরাধ কর্মকান্ড প্রতিরোধে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। জগন্নাথপুরে কোথাও কোন মেলা অনুষ্টানে আয়োজন করতে দেয়া হবেনা।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment