বাউফলে স্বরাষ্ট্রমন্ত্রীর সভাস্থলে চিফ হুইপ গ্রুপের সাথে মেয়র গ্রুপের সংঘর্ষ, আহত-১০

বাউফলে স্বরাষ্ট্রমন্ত্রীর সভাস্থলে চিফ হুইপ গ্রুপের সাথে মেয়র গ্রুপের সংঘর্ষ, আহত-১০
কামরুল হাসান, বাউফল প্রতিনিধি :-
পটুয়াখালীর বাউফলে স্বরাষ্ট্রমন্ত্রী  আসাদুজ্জামান খান কামাল এর সমাবেশস্থলে আসার কয়েক মিনিট আগে চিফ হুইপ গ্রুপের সাথে মেয়র গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। চেয়ার ছোড়া ছুড়ি ও ভাংচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কমপক্ষে ১০ জন আহত হয়েছে। এদের মধ্যে খোকন সরদার ও কামাল হোসেনসহ চার যুবলীগ নেতাকর্মীকে চিকিৎসার জন্য বাউফল হাসপাতালে নেয়া হয়েছে। আজ রবিবার বাউফল মডেল থানার নবনির্মিত ভবন উদ্বোধনের জন্য স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বেলা ১১ টার সময় হেলিকাপ্টার যোগে বাউফল পাবলিক মাঠে অবতরণ করেন। এসময় দুই গ্রুপের বিপুল সংখ্যক নেতাকর্মী মাঠের কাছে অবস্থান নেন।
বাউফলে স্বরাষ্ট্রমন্ত্রীর সভাস্থলে চিফ হুইপ গ্রুপের সাথে মেয়র গ্রুপের সংঘর্ষ, আহত-১০স্বরাষ্ট্রমন্ত্রী সেখান থেকে পায়ে হেঁটে বাউফল থানা চত্বরে যান এবং জাতীয় সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজ যৌথ ভাবে নতুন ভবনের উদ্বোধন করেন। এর পর স্বরাষ্ট্রমন্ত্রী ও চিফ হুইপকে বরিশাল ও পটুয়াখালী জেলা পুলিশের উর্ধতন কর্মকর্তারা থানা ভবনের সেমিনার কক্ষে নিয়ে যায়। এসময় থানার বাউন্ডারির মধ্যে সভাস্থলে দুই গ্রুপের শ্লোগান চলছিল। একপর্যায়ে সংঘর্ষ শুরু হয়। দুই গ্রুপই সমাবেশস্থলে চেয়ার ছোড়াছুড়ি ও ভাংচুর করে। এসময় বিপুল সংখ্যক পুলিশ তাদের শান্ত করার চেষ্টা করে ব্যর্থ হয়ে লাঠি চার্জ করে । এক পক্ষ থানা বাউন্ডারীর বহিরে চলে যায় এবং সেখান থেকে পুনরায় সভাস্থল লক্ষ করে ইটপাটকেল নিক্ষেপ করে। সংঘর্ষের ঘটনায় কমপক্ষে ১০ নেতাকর্মী আহত হয়েছে। পরিস্থিতি শান্ত হওয়ার পর বেলা পৌনে ১১টায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও চিফ  হুইপ আ স ম ফিরোজসহ অতিথিরা সভা মঞ্চে এসে আসন গ্রহণ করেন।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment