৮ লাখ সদস্যের মাইলফলক স্পর্শ করল সার্চ ইংলিশ

৮ লাখ সদস্যের মাইলফলক স্পর্শ করল সার্চ ইংলিশ

বাংলা মাধ্যমের ছাত্রদের জন্য ইংরেজি চর্চার অন্যতম সেরা প্ল্যাটফর্ম সার্চ ইংলিশ। বর্তমানে সার্চ ইংলিশ ৮ লাখ সদস্যর পরিবার। এ পরিবার আন্তর্জাতিক পরিমণ্ডল ছাড়িয়ে। ফেসবুকের সার্চ ইংলিশ গ্রুপই অনেকেই সক্রিয়ভাবে ইংরেজি চর্চা করেছেন বলে জানিয়েছেন সার্চ ইংলিশ’র প্রতিষ্ঠাতা রাজীব আহমেদ।
৮ লাখ সদস্যের মাইলফলক স্পর্শ করল সার্চ ইংলিশসার্চ ইংলিশ সম্পর্কে এর প্রতিষ্ঠাতা রাজীব আহমেদ বলেন, ‘অধীর আগ্রহে আট লাখের জন্য অপেক্ষায় ছিলাম। আজ সে মাইলফলক পার হল। সার্চ ইংলিশ এখনই বাংলাদেশের ইংরেজি চর্চার সবচেয়ে বড় মাধ্যমে পরিণত হয়ে গেছে। এর দরকার ছিল প্রচণ্ডভাবে কিন্তু তার থেকেও দরকার বাংলা ভাষার চর্চা করা। আমি নিজে ইংরেজি নিয়ে পড়েছি এবং তাই স্বাভাবিকভাবেই এদিকে কিছু একটা করেছি এবং কম-বেশি সফলতা আসা শুরু হয়ে গেছে।’

 

সার্চ ইংলিশ সম্পর্কে গ্রুপের সদস্য তানমুন বলেন, ‘আমি ৬মাস ধরে এই গ্রুপে আছি। আমি ইংরেজিতে খুব দুর্বল ছিলাম সার্চ ইংলিশে আসার পর আমার বেশ উন্নতি হয়েছে।’

 

সার্চ ইংলিশ এমন গ্রুপ যেখানে অবাধ ইংরেজি চর্চা হয় কমেন্টে। কেউ ভুল ধরেন না। সবার সমান সুযোগ। কিন্তু নারী সদস্যদের নীপিড়ন করা হলে কঠোর ব্যবস্থা।

 

সার্চ ইংলিশ ইতিমধ্যে ফেসবুকের কাছ থেকে স্বীকৃতি পেয়েছে। সার্চ ইংলিশ গ্রুপ নিয়ে তথ্যচিত্র বানিয়েছে ফেসবুক। গ্রুপটি এখন ১০ লাখ সদস্য হ্ওয়ার দিকে দ্রুত ছুটে যাচ্ছে। ৮ লাখের মাইলফলক স্পর্শ করায় সার্চ ইংলিশ গ্রুপের সব সদস্যকে শুভেচ্ছা।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment