ঘৌতায় একই পরিবারে নিহত ৯

ঘৌতায় একই পরিবারে নিহত ৯

সিরিয়া সরকারি বাহিনীর বিমান আক্রমণে পূর্ব ঘৌতায় একই পরিবারের নয় সদস্য নিহত হয়েছে। সোমবার ব্রিটেন ভিত্তিক সংস্থা মনিটর এই তথ্য নিশ্চিত করেছে।
ঘৌতায় একই পরিবারে নিহত ৯ঘৌতার শহরের দৌমায় একটি বাড়ির ওপর বিমান থেকে বোমা ফেলা হয়। এতে পুরো বাড়ি ধ্বংসস্তূপে পরিণত হয়। উদ্ধারকারীরা সেখান থেকে দুটি মরদেহ বের করেছে। বাকী সাতটি মরদেহ ধ্বংসস্তূপে চাপা পড়ে আছে। মনিটর এ খবর নিশ্চিত করেছে।

 

জাতিসংঘের নিরাপত্তা পরিষদে অস্ত্র বিরতির প্রস্তাব আনার পরও সিরিয়ায় বিমান হামলা থেমে নেই। রবিবার রাতভর সিরিয়ার পূর্ব ঘৌতায় বিমান হামলা হয়। এতে বহুলোক অসুস্থ হয়ে পড়ে। এরা ক্লোরিন গ্যাস আক্রমণের শিকার হয়েছে বলে অনুমান করা হচ্ছে। সিরিয়ার হাসপাতাল সূত্র এ তথ্য দিয়েছে।

 

গত এক সপ্তাহে পূর্ব ঘৌতা লক্ষ্য করে ভারী গোলাবর্ষণ শুরু হয়। এতে ৫২২ জন নিহত হয়। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এ তথ্য নিশ্চিত করে। সংস্থাটি গত ৭ বছর যাবত সিরিয়ায় যুদ্ধ পর্যবেক্ষণ করছে। সূত্র : রয়টার্স

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment