সিরাজদিখানে অ্যাসিল্যান্ডের সাক্ষর জাল করে জমি রেজিষ্ট্রি করতে গিয়ে দলিল দাতাসহ আটক ২

সিরাজদিখানে অ্যাসিল্যান্ডের সাক্ষর জাল করে জমি রেজিষ্ট্রি করতে গিয়ে দলিল দাতাসহ আটক ২

ইসমাইল খন্দকার সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:-
মুন্সীগঞ্জের সিরাজদিখানে অ্যাসিল্যান্ডের সাক্ষর জাল করে জমির রেজিস্ট্রি করতে গিয়ে গতকাল মঙ্গলবার বিকেলে দলিল দাতাসহ ২ জনকে আটক করেছে পুলিশ। জেলার সিরাজদীখান উপজেলায় সাব রেজিষ্ট্রি অফিসে এ ঘটনা ঘটে।  আটককৃতরা হচ্ছে- দলিল দাতা উপজেলার আবিরপাড়া গ্রামের মনিরউদ্দিনের ছেলে হাশেম শেখ (৪৫) ও এর সাথে জড়িত একই উপজেলার তাজপুর গ্রামের বাচ্চু শেখের ছেলে বাবুল হোসেন (৩৫)।  সিরাজদিখান উপজেলা সাব রেজিষ্টার এবিএম নুরুজ্জামান জানান, সাব রেজিষ্টার অফিসের দলিল লেখক জাহাঙ্গীরের মাধ্যমে মঙ্গলবার জমির দলিল রেজিষ্ট্রি করতে আসেন দলিল দাতা হাশেম শেখ । এ সময় তারা জমির নামজারী ও খাজনা রশিদে অ্যাসিল্যান্ড তথা সহকারী কমিশনার (ভূমি) মো. নজরুল ইসলামের সাক্ষর দেখে সন্দেহ হয়।
 সিরাজদিখানে অ্যাসিল্যান্ডের সাক্ষর জাল করে জমি            রেজিষ্ট্রি করতে গিয়ে দলিল দাতাসহ আটক ২এতে ওই নামজারী ও খাজনা রশিদের কপির সত্যতা যাচাই করার জন্য সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়ে পাঠানো হলে সেখানে নামজারী ও খাজ না রশিদের অ্যাসিল্যান্ডের সাক্ষর জাল বলে প্রতীয়মান হয়। পরে পুলিশকে খবর দেওয়া হলে দলিল দাতা হাশেম শেখ ও বাবুল হোসেনকে আটক করা হয়।  সিরাজদীখান থানার (ওসি) আবুল কালাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,আটককৃতদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে ।  এ ব্যাপারে সিরাজদি খান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নজরুল ইসলাম বলেন- এ ধরনের ব্যক্তিদের শাস্তি হওয়া উচিত।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment