আলবেনিয়ায় ১৮২৫ কোটি টাকার কোকেইন জব্দ

আলবেনিয়ায় ১৮২৫ কোটি টাকার কোকেইন জব্দ

আলবেনিয়ান পুলিশ বলেছে, তারা একটি কলাবাহী কার্গো ট্রাক থেকে ৬৩১ কেজি কোকেইন জব্দ করেছে। দেশটিতে আটক কোকেইনের মধ্যে এটি রেকর্ড পরিমাণ। ইউরোপে মাদক পাচারের জন্য এই রুটটি অধিকাংশ সময় ব্যবহার করা হয়ে থাকে।
আলবেনিয়ায় ১৮২৫ কোটি টাকার কোকেইন জব্দআলবেনিয়ান পুলিশ প্রধান আর্দি ভেলিউ জানান, বুধবার জব্দ করা এই মাদকবাহী কার্গো ট্রাকটি কলম্বিয়া থেকে ইতালি হয়ে আলবেনিয়ার উত্তরাঞ্চলের বন্দর ডুরেসে যাচ্ছিল। জব্দকৃত মাদকের আনুমানিক বাজার মূল্য ২২ কোটি ডলার(বাংলাদেশি মুদ্রায় ১,৮২৫ কোটি টাকা)।

এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, পুলিশ এই ঘটনায় জড়িত সন্দেহে ২৫ বছর বয়সী আলবেনিয়ার দুই নাগরিককে আটক করেছে।মাদক পাচারের সঙ্গে জড়িত অপর এক ব্যক্তিকে পুলিশ খুঁজছে।

আলবেনিয়ার প্রধানমন্ত্রী এডি রামা বলেছেন, সংঘবদ্ধ অপরাধ প্রতিরোধে আলবেনিয়ার এটি বিশাল পদক্ষেপ।

ইউরোপীয় ইউনিয়নে অন্তর্ভুক্ত হতে চাওয়া এই দেশটি ২০১৪ সাল থেকেই মাদক পাচার, দুর্নীতি এবং সংঘবদ্ধ অপরাধ নিয়ন্ত্রণে ব্রাসেলস চাপ দিচ্ছে।

আইন প্রয়োগকারী সংস্থা ইউরোপলের প্রতিবেদন অনুযায়ী, ইউরোপের দেশগুলোতে  সবচেয়ে বেশি গাঁজা পাচার হয় আলবেনিয়া থেকে। ইতালি থেকেও প্রচুর গাঁজা পাচার হয়।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment