দীর্ঘ দুই যুগ পর আজ অনুষ্ঠিত হচ্ছে ঝিনাইদহ পৌর আওয়ামী লীগের সম্মেলন

দীর্ঘ দুই যুগ পর আজ অনুষ্ঠিত হচ্ছে ঝিনাইদহ পৌর আওয়ামী লীগের সম্মেলন

রিয়াজ উদ্দীন (ঝিনাইদহ) প্রতিনিধিঃ
দীর্ঘ দুই যুগ পর আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হচ্ছে ঝিনাইদহ পৌর আওয়ামী লীগের সম্মেলন। সম্মেলনকে ঘিরে উৎসবের আমেজ লক্ষ্য করা গেছে নেতাকর্মীদের মাঝে। কাউন্সিলের মাধ্যমে দলের তরুণ নেতাকর্মীরা নতুন নেতৃত্ব প্রত্যাশা করছেন বলে জানা গেছে।
দীর্ঘ দুই যুগ পর আজ অনুষ্ঠিত হচ্ছে ঝিনাইদহ পৌর আওয়ামী লীগের সম্মেলনসূত্রমতে, ঝিনাইদহ সদর উপজেলার পৌর সম্মেলন হয়েছিল সর্বশেষ ১৯৯৪ সালে। সেই ৪৯ সদস্য বিশিষ্ট কমিটিতে ডা. আজিজুর রহমান সভাপতি ও আব্দুস সামাদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিল। এরপরে আর কোন সম্মেলন হয়নি। কে হচ্ছেন ঝিনাইদহ পৌর আওয়ামী লীগের নতুন কান্ডারী? এ প্রশ্নকে ঘিরেই সবার আগ্রহ আজকের দিনটির দিকে। ১৯৯৪ সাল থেকে এ পর্যন্ত জেলা আওয়ামীলীগের নেতৃত্ব পরিবর্তন হলেও পৌর আওয়ামীলীগের কমিটি গঠন করতে পারেননি। ১৯৯৪ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত জেলা আওয়ামী লীগের কোন নেতৃত্বই পৌর আওয়ামী লীগের সম্মেলন নিয়ে ভাবেননি। সর্বশেষ বর্তমান জেলা আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির নির্দেশে এ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।
দীর্ঘদিন পর সম্মেলন হচ্ছে তাই নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনার শেষ নেই। নতুন কমিটিতে পদ পেতে দৌঁড়ঝাপ শুরু হয়েছে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে প্রার্থীদের মধ্যে। সম্ভাব্য প্রার্থীরা নতুন করে দলের নেতাকর্মীদের খোঁজ-খবরও নিচ্ছেন।
পৌর আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পদে এ পর্যন্ত অনেকের নামই শোনা যাচ্ছে। এদের মধ্যে অন্যতম হলেন- সভাপতি পদে বর্তমান কমিটির সাধারণ সম্পাদক এম এ সামাদ, মাহামুদুল ইসলাম ফোটন, সাধারণ সম্পাদক পদে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জীবন কুমার বিশ্বাস ও জেলা ছাত্রলীগ ও জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ও স্থানীয় আওয়ামীলীগ নেতা মিজানুর রহমান মাসুম।
দীর্ঘ দুই যুগ পর অনুষ্ঠিতব্য এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি মন্ডলীর সদস্য কাজী জাফর উল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব আলম হানিফ এমপি, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান এমপি, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, কার্যনির্বাহী সংসদের সদস্য এস এম কামাল হোসেন, কার্যনির্বাহী সংসদের সদস্য পারভীন জামান কল্পনার উপস্থিত থাকার কথা রয়েছে।
ঝিনাইদহ শহরের উজির আলী স্কুল এন্ড কলেজ মাঠে বৃহস্পতিবার সকাল ১০ টায় সম্মেলনের উদ্বোধন করবেন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই এমপি। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র সাইদুল করিম মিন্টু। সভাপতিত্ব করবেন পৌর আওয়ামী লীগের বর্তমান কমিটির সভাপতি ডা. আজিজুর রহমান।
ঝিনাইদহ শহরের উজির আলী স্কুল এন্ড কলেজ মাঠে বৃহস্পতিবার সকাল ১০ টায় সম্মেলনের উদ্বোধন করবেন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই এমপি। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র সাইদুল করিম মিন্টু। সভাপতিত্ব করবেন পৌর আওয়ামী লীগের বর্তমান কমিটির সভাপতি ডা. আজিজুর রহমান।
পৌর আওয়ামীলীগের সাধারণ নেতাকর্মীদের সাথে কথা বলে জানা গেছে, তারা পুরাতন কমিটির কাউকে শীর্ষ পদে চাই না। বর্তমান কমিটি সম্পূর্ণ ব্যর্থ। বয়সে তরুণ এমন নেতা নতুন নেতৃত্বে আসলে দল চাঙ্গা হয়ে উঠবে।
এদিকে ঝিনাইদহ পৌর আওয়ামীলীগে সভাপতি পদ প্রত্যাশী নাম প্রকাশ না করার শর্তে বলেন, এমন কাউকে নেতৃত্ব দিতে হবে যেন সে দলের জন্য নিরলস পরিশ্রম করতে পারে। আগের কমিটি তেমন কোন ভূমিকা পালন করতে পারেনি।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment