গৃহবধূ অপহরণ মামলায় প্রধান আসামি আটক

গৃহবধূ অপহরণ মামলায় প্রধান আসামি আটক

খাগড়াছড়ির গুইমারায় এক গৃহবধূ অপহরণ মামলার প্রধান আসামি সজীব ত্রিপুরাকে পিস্তল ও গুলিসহ আটক করেছে যৌথ বাহিনী। সজীব ত্রিপুরা বাইল্যাছড়ি ২নং রাবার বাগান এলাকার মনোরঞ্জন ত্রিপুরার ছেলে।
গৃহবধূ অপহরণ মামলায় প্রধান আসামি আটকশনিবার রাত দুইটার দিকে গোপন সংবাদে বাইল্যাছড়ি এলাকায় নিরাপত্তাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে তাকে আটক করা হয়। এসময় তার বালিশের নিচ থেকে একটি ২.২ পিস্তল ও ১০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

আটক সজীব চাকমা ইউপিডিএফ সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদের কর্মী।

গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাহাদাত হোসেন টিটো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক সজীব ত্রিপুরা ওই গৃহবধূকে অপহরণ এবং ইউপিডিএফের সদস্যরা মিলে পালাক্রমে ধর্ষণের কথা স্বীকার করেছে।

তিনি আরো জানান, এ মামলার ১২ জন আসামির মধ্যে এ পর্যন্ত ১০ জনকে আটক করেছে পুলিশ। তবে এখন পর্যন্ত অপহৃত গৃহবধূকে উদ্ধার করতে সক্ষম হয়নি।

প্রসঙ্গত, গত বছরের ৮ সেপ্টেম্বর ঈদের ছুটি শেষে স্বামীসহ একটি যাত্রীবাহী বাসে চট্টগ্রাম যাওয়ার পথে গুইমারা উপজেলার বাইল্যাছড়ি সাইনবোর্ড এলাকায় গতিরোধ করে বাস থেকে স্বামীর পাশে বসে থাকা স্ত্রীকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment