জগন্নাথপুরে ছাত্রলীগের আনন্দ মিছিলে হামলার ঘটনায় প্রতিবাদ সভা

জগন্নাথপুরে ছাত্রলীগের আনন্দ মিছিলে হামলার ঘটনায় প্রতিবাদ সভা

মোঃ হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি :-
জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়ন ছাত্রলীগের আনন্দ মিছিলে পদ বঞ্চিত কর্মীদের হামলার ঘটনায় এক প্রতিবাদ সভা অনুষ্টিত হয়েছে।
জগন্নাথপুরে ছাত্রলীগের আনন্দ মিছিলে  হামলার ঘটনায় প্রতিবাদ সভারোববার (৪ঠা মার্চ) সন্ধায় সুনামগঞ্জ জেলাধীন জগন্নাথপুর উপজেলার স্থানীয় কলকলিয়া বাজারে কলকলিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ড আওমীলীগের সভাপতি ছন্দন মিয়ার সভাতিত্বে ও ইউনিয়ন আওয়ামী যুবলীগ নেতা আনোয়ার হোসেন শিপুর পরিচালনায় ইউনিয়ন ছাত্রলীগের নবাগত কমিটির আনন্দ মিছিলে পদ বঞ্চিত ইউপি ছাত্রলীগ কর্মীদের হামলার ঘটনায় প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অথিতি হিসাবে বক্তব্য রাখেন কলকলিয়া ইউনিয়ন আওমীলীগের সাধারণ সম্পাদক বাবু দিপক কান্তি দে দিপাল । বিশেষ অথিতি হিসাবে বক্তব্য রাখেন, কলকলিয়া ইউনিয়ন আওমীলীগের সাংগঠনিক সম্পাদক ছালেহ আহমদ, কলকলিয়া ইউনিয়ন আওমীলীগের ৫নং ওয়ার্ড এর সভাপতি হাজী শমছু মিয়া, ৯নং ওয়ার্ড ইউপি সদস্য ও আওমীলীগ নেতা ইকবাল হোসেন সাজাদ, আওয়ামীলীগ নেতা ছমিরুল হক, ছমির মিয়া প্রমুখ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগের সদস্য রাদেশ দেবনাথ, শাহ আলম, কলকলিয়া ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক কামাল হুসেন লিলু, যুবলীগ নেতা ফয়ছল আহমদ, কলকলিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজ শেখর, সহ সাধারণ সম্পাদক সুহেল আহমদ, ছাত্রলীগ নেতা রাজিব আহমদ, রুহুল আমিন প্রমূখ। বক্তারা তাদের বক্তব্যে, আনন্দ মিছিলে ছাত্রলীগ নামধারী হামলাকারীদের অভিলম্বে আইনের আওতায় এনে উপযুক্ত বিচারের দাবী জানান। উল্লখ্যে, সম্প্রতি জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়ন শাখা ছাত্রলীগের নতুন কমিটি গঠন করা হয়। এতে লায়েক আহমদ কে সভাপতি রাজশেখর কে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি ঘোষনা করে উপজেলা ছাত্রলীগ। গত (২রা মার্চ) শুক্রবার নতুন কমিটির নেতৃবৃন্দ স্থানীয় কলকলিয়া বাজারে পরিচিতি সভা ও আনন্দ মিছিলের আয়োজন করে।এই আনন্দ মিছিল বাজারে প্রবেশ কালে কলকলিয়া বাজার পয়েন্টের ব্রীজ সংলগ্ন একটি ভবনের ছাদ থেকে ছাত্রলীগের পদবঞ্চিত জাফর ইকবালসহ কয়েকজন নেতা ঢিল ছুঁড়ে। এতে ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক কল্যাণ কান্তি দেসহ প্রায় ১০ জন নেতা কর্মী আহত হন। তাদের মধ্যে কল্যাণ কান্তি দেব কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment