ঢাকা-মাওয়া মহাসড়কে অজ্ঞান পার্টির খপ্পড়ে দুই ব্যক্তি  স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি

ঢাকা-মাওয়া মহাসড়কে অজ্ঞান পার্টির খপ্পড়ে দুই ব্যক্তি  স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি
মোঃ মানিক মিয়া, ষ্টাফ রিপোর্টার মুন্সীগঞ্জঃ
ঢাকা-মাওয়া মহাসড়কে অজ্ঞান পার্টির খপ্পড়ে পড়ে দুই ব্যক্তি সর্বস্য খুইয়েছে। তারা এখন অচেতন অবস্থায় লৌহজং উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন আছে। গতকাল মঙ্গলবার এ ঘটনা ঘটে।
ঢাকা-মাওয়া মহাসড়কে অজ্ঞান পার্টির খপ্পড়ে দুই ব্যক্তি  স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তিলৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান জানান, বেলা আড়াইটার দিকে শিমুলিয়া ঘাটের ইলিশ পরিবহনের কাউন্টারের কাছে অচেতন অবস্থায় পড়ে ছিল এক ব্যক্তি। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে লৌহজং উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করেছে। তবে তার নাম পরিচয় পাওয়া যায়নি। ধারনা করা হচ্ছে অজ্ঞান পার্টির খপ্পরে পরে ওই লোক সর্বস্য খুইয়েছে। বাসের লোকজন দায়িত্ব এড়াতে তাকে এখানে ফেলে রেখে পুলিশে খবর দেয়।
এদিকে ওই ব্যক্তির শারীরিক অবস্থা জানতে গতকাল সন্ধ্যায় লৌহজং উপজেলা স্বাস্থ্যে কেন্দ্রে ফোন দিলে জরুরী বিযাগে কর্তব্যরত ডাক্তার কামরুল হাসান জানান, এক জন নয় এরক দুইজন রোগি ভর্তি করা হয়েছে। এর পূর্বে বেলা ১১টার দিকে গাংচিল পরিবহনের লোকজন একজন অচেতন যাত্রীকে হাসপাতালে নিয়ে আসে। এখনও দুজনের জ্ঞান ফিরেনি। তাদের চিকিৎসা চলছে। উল্লেখ্য সম্প্রতি ঢাকা-মাওয়া মহাসড়কে অজ্ঞান পার্টির দৌরাত্ম বেড়ে গেছে।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment