ত্বকী হত্যার বিচার করতে প্রধানমন্ত্রীর প্রতি আইভীর অনুরোধ

ত্বকী হত্যার বিচার করতে প্রধানমন্ত্রীর প্রতি আইভীর অনুরোধ

আলোচিত তানভীর মুহাম্মদ ত্বকী হত্যার বিচার চেয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী ।

ত্বকী হত্যার বিচার করতে প্রধানমন্ত্রীর প্রতি আইভীর অনুরোধ

স্থানীয় দেওভোগে জিমখানা লেক মঞ্চে ত্বকী হত্যার ৫ম বার্ষিকী পালনে আয়োজিত শিশু সমাবেশ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি বিচার করার অনুরোধ জানান। মেয়র আইভী বলেন, আমি প্রধানমন্ত্রীকে অনুরোধ করব, সাত খুনসহ দেশের অন্যান্য স্থানে খুনের বিচার করে আপনি যেভাবে প্রশংসিত হয়েছেন, ঠিক সেইভাবে আমাদের সন্তান ত্বকী হত্যার বিচার করবেন। আমার দৃঢ় বিশ্বাস, বিচার আপনি অবশ্যই করবেন।

আইভী বলেন, ত্বকীকে হত্যা করা হয়েছে- শুধু ত্বকীর বাবাকে শাস্তি দেয়ার জন্য নয়। সমগ্র নারায়ণগঞ্জবাসীকে স্তব্ধ করে রাখার জন্য। যে পদ্ধতিগুলো তারা দীর্ঘ দিন যাবৎ ব্যবহার করে আসছিল, তারই ধারাবাহিকতা ত্বকী হত্যাকাণ্ড। নিহত ত্বকীর পিতা রফিউর রাব্বি বলেন, ত্বকীকে এই ওসমান পরিবারের কারা, কীভাবে হত্যা করেছে তার আদ্যোপান্ত তদন্তকারী সংস্থা র‌্যাব সংবাদ সম্মেলন করে দেশবাসীকে জানিয়েছেন। ত্বকী হত্যার প্রতিবাদ বন্ধ করতে আমাদের সংস্কৃতি কর্মীদের ওপর বিভিন্নভাবে হামলা ও মিথ্যা মামলা দেয়া হয়েছে।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment