দিনাজপুরে এ বি ফাউন্ডেশন কতৃক বিশিষ্ট ব্যক্তিদের সম্মাননা প্রদান

দিনাজপুরে এ বি ফাউন্ডেশন কতৃক বিশিষ্ট ব্যক্তিদের সম্মাননা প্রদান

মন্জুর আলী শাহ, দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের চিরিরবন্দরে আমেনা-বাকী ফাউন্ডেশন কতৃক বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখার স্বীকৃত স্বরুপ দিনাজপুরের সাত জন বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান করলো দেশ বরণ্য অর্থোপেডিক চিকিৎসক ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ডাঃ অধ্যাপক আমজাদ হোসেন কতৃক প্রতিষ্ঠিত আমেনা-বাকী ফাউন্ডেশন ।
দিনাজপুরে এ বি ফাউন্ডেশন কতৃক বিশিষ্ট ব্যক্তিদের সম্মাননা প্রদানআজ বৃহস্পতিবার বিকেল তিনটায় আমেনা-বাকী রেসিডেন্সিয়াল স্কুলের মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরণ্য সাহিত্যিক বিস্ব সাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠতা অধ্যাপক আবদুল্লাহ আবু সাঈদ । দিনাজপুরের জেলা প্রশাসক মীর খায়রুল আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিরিরবন্দর উপজেলা নির্বাহী অফিসার গোলাম রব্বানী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব মনজুরুল হক ,ডাঃ আমজাদের সহধর্মিণী মিসেস শামীমা আমজাদ সহ অনেকে ।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক আবদুল্লাহ আবু সাঈদ উপস্থিত ছাত্র ছাত্রীদের উদ্দ্যেশে বলেন আমরা তোমাদের একটি দেশ দিয়েছি এটিকে বড় করার দায়িত্ব এখন তোমাদের ।তোমাদের সবাইকে বড় পড়ে মানুষ হয়ে এ দেশটাকে গুছিয়ে নিতে হবে ।
উপজেলার অন্তর্গত বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসার শতাধিক শিক্ষক স্কুলের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন ।
সম্মাননা পেলেন যারা
আলহাজ্ব মহিউদ্দিন,  (শিক্ষকতা)
ডাঃ বসন্ত কুমার,         (চিকিৎসক )
মিসেস লায়লা চৌধুরী  (লেখক)
দ্বীজেনদ্রনাথ ব্যানার্জি    (নাট্যকার)
ওস্তাদ সাইমুল আলম খান    (সংগীত)
আজিজুর রহমান        (ক্রীড়াবীদ)
সামসুল হাসান তোরাব আলী   (যুদ্ধাহত মুক্তিযোদ্ধা)

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment