জাপানে জেগে উঠেছে শিনমদকে আগ্নেয়গিরি

জাপানে জেগে উঠেছে শিনমদকে আগ্নেয়গিরি

জাপানে জেগে উঠেছে মাউন্ট শিনমদকে আগ্নেয়গিরি। জেমস বন্ড নামে পরিচিত এই আগ্নেয়গিরি থেকে লাভা ও শিলাখণ্ড ২.৫ মাইল এলাকা জুড়ে ছড়িয়ে পড়ছে। জাপানের কিয়ুশু দ্বীপে এই আগ্নেয়গিরির অবস্থান।

শুক্রবার এই আগ্নেয়গিরি থেকে অগ্নুৎপাত কম হলেও শনিবার থেকে এর তেজ বাড়তে থাকে। এর জ্বালামুখ থেকে আগামী কয়েকমাস লাভা নির্গত হবে বলে জানিয়েছে বিশেষজ্ঞরা। এই আগ্নেয়গিরি নিয়ে ১৯৬৭ সালে জেমস বন্ডের চলচ্চিত্র ইউ ওনলি লিভ টোয়াইস নির্মিত হয়েছিল।

শনিবার জাপানের মিটিওরোলজিকাল এজেন্সি একটি সতর্কবাণী ঘোষণা করে। আগ্নেয়গিরি ৪ কিলোমিটার রেডিয়াসের মধ্যে কেউ যেন না যায়। স্থানীয় সময় ১টা ৫৪ থেকে ৪ টা ২৭ মিনিটের মধ্যে বড় ধরনের বিস্ফোরণ হতে পারে এই আগ্নেয়গিরিতে। আগ্নেয়গিরি থেকে ধোয়া ৪ হাজার ৫০০ মিটার পর্যন্ত বায়ুমণ্ডলে ছড়িয়ে পড়ছে। আর অগ্নুৎপাতের কারণে আশপাশের এলাকা হালকা ঝাঁকুনি দিচ্ছে। প্রসঙ্গগত, জাপানে ১১০টি সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে। সূত্র : বিবিসি

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment