সোহরাওয়ার্দী, হাদিস পার্ক ও লালদিঘির অনুমতি পায়নি বিএনপি

সোহরাওয়ার্দী, হাদিস পার্ক ও লালদিঘির অনুমতি পায়নি বিএনপি

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে আগামী ১২ মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার অনুমতি চেয়েছিল বিএনপি। কিন্তু সে অনুমতি এখনো পায়নি তারা। বিষয়টি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান নিশ্চিত করেছেন।

এদিকে খুলনা বিএনপি ১০ মার্চ সার্কিট হাউসের মাঠ চেয়েছিল, কিন্তু তাদের তা দেয়া হয়নি। এরপর হাদিস পার্ক চেয়েছিল। সেখানেও তারা অনুমতি পায়নি। এছাড়া চট্টগ্রামের লালদিঘির মাঠে ২৭ মার্চ জনসভার জন্য অনুমতি চেয়েছিল দলটি। কিন্তু সেখানেও জনসভার অনুমতি এখনো পায়নি।

বিএনপি জানিয়েছে, সোহরাওয়ার্দী উদ্যানে শান্তিপূর্ণ কর্মসূচি করবে তারা। ইতোমধ্যে বিএনপি যে কর্মসূচিগুলো পালন করেছে, এর চেয়ে শান্তিপূর্ণ তো আর কোনো কর্মসূচি নেই বলেও মনে করে বিএনপি।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment