ফয়জুরের মা-বাবা ও মামা রিমান্ডে

ফয়জুরের মা-বাবা ও মামা রিমান্ডে

জনপ্রিয় লেখক ও শিক্ষাবিদ ড. মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলা চালানো ফয়জুর রহমানের মা, বাবা ও মামাকে পুলিশ হেজাফতে রেখে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত।

জাফর ইকবালের ওপর হামলার ঘটনায় করা মামলায় রোববার ফয়জুরের বাবা আতিকুর রহমান, মা মিনারা বেগম ও মামা ফজলুর রহমানকে সিলেট মহানগর হাকিম (তৃতীয়) হরিদাস কুমারের আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য সাতদিন করে রিমান্ড আবেদন করা হয়।

শুনানি শেষে আদালত আতিকুর রহমান ও ফজলুর রহমানকে পাঁচদিন এবং মিনারা বেগমকে দুইদিন পুলিশ হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদে অনুমতি দেন।

গত ৩ মার্চ বিকেলে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মুক্তমঞ্চে একটি অনুষ্ঠান চলাকালে অধ্যাপক জাফর ইকবালের ওপর ছুরি নিয়ে হামলা চালায় ফয়জুর। হামলার পরপরই ফয়জুরকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়।

হামলার দিন রাতেই ফয়জুরদের বাড়ি থেকে তার মামাকে আটক করা হয়। এছাড়া তাদের গ্রামের বাড়ি থেকে আটক করা হয় তার এক চাচাকে। এরপর গত রোববার রাতে ফয়জুরের বাবা আতিকুর রহমান ও মা মিনারা বেগম সিলেট মহানগরের জালালাবাদ থানায় আত্মসমর্পণ করেন।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment