ছাগলনাইয়ায় তথ্যমন্ত্রীর আগমন উপলক্ষ্য জাসদের মশাল মিছিল

ছাগলনাইয়ায় তথ্যমন্ত্রীর আগমন উপলক্ষ্য জাসদের মশাল মিছিল

যতীন্দ্র সূত্রধর, ছাগলনাইয়া প্রতিনিধিঃ
১৪ মার্চ বুধবার জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি ও গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় তথ্যমন্ত্রী  হাসানুল হক ইনু ছাগলনাইয়া  আগমনকে স্বাগত জানিয়ে ফেনী জেলা ও ছাগলনাইয়া উপজেলা জাসদের উদ্যোগে ছাগলনাইয়া পৌর শহরে সোমবার সন্ধ্যায় এক মশাল মিছিল বের করা হয়।
ফেনী-১ আসনের সাংসদ শিরীন আখতার এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত মশাল মিছিলের উদ্বোধন করেন। ফেনী জেলা জাসদের ভারপ্রাপ্ত সভাপতি কাজী আবদুল বারীর সভাপতিত্বে এতে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, জাসদ কেন্দ্রীয় কমিটির যুগ্ন-সাধারণ সম্পদক রোকেয়া সুলতানা আন্জু, ছাগলনাইয়া উপজেলা জাসদের সভাপতি আবুল কালাম আজাদ মিন্টু, যুগ্ন-সম্পাদক সিরাজ উদ্দৌলা পাটোয়ারী, সাংগঠনিক সম্পাদক রিয়াজ উদ্দিন ভুইয়া, প্রচার সম্পাদক ছলিম উল্লাহ ভুঁইয়া, পৌর জাসদের সভাপতি কাজী মিজানুর রহমান মিলন, সহ-সভাপতি সালাউদ্দিন মজুমদার বিপুল, সাধারণ সম্পাদক রাশেদুল হাসান, যুগ্ন-সম্পাদক মোশারফ হোসেন মজুমদার ও প্রচার সম্পাদক মহিউদ্দিন প্রমুখ। উক্ত মশাল মিছিলে জাসদের নেতৃবৃন্দরা উপস্হিত ছিলেন।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment