চীন সীমান্তে ‘এয়ারক্রাফট’ অবতরণ করে ভারতের ক্ষমতা প্রদর্শন

চীন সীমান্তে 'এয়ারক্রাফট' অবতরণ করে ভারতের ক্ষমতা প্রদর্শন

চীন সীমান্তে ক্ষমতা প্রদর্শন করতে অরুণাচলে সবচেয়ে বড় এয়ারক্রাফট অবতরণ করালো ভারতীয় বিমানসেনা। বুধবার সকালে অরুণাচল প্রদেশের তুতিংয়ে অর্থাৎ চিন সীমান্তের গা ঘেঁষে অবতরণ করেছে ভারতীয় C-17 Globemaster.

জানা গেছে, পাহাড়ি অঞ্চলে সরু উপত্যকায় অবতরণ করানো হয়েছে বিমানটিকে। ভারতীয় বিমানসেনার তরফ থেকে ট্যুইট করে পাইলটের দক্ষতার প্রশংসা জানানো হয়েছে। ভারতীয় বিমানসেনার সবথেকে বড় পন্যবাহী এয়ারক্রাফট হল এই সি ১৭ গ্লোবমাস্টার।

ভারতীয় বিমানসেনার এক মুখপাত্র বলেছেন, “তুতিংয়ে অবতরণ খুবই কঠিন। কার সেখানে রয়েছে উঁচু পাহাড় ও উপত্যকা খুবই সংকীর্ণ। কিন্তু পাইলটের দক্ষতা ও বিমানটি উৎকৃষ্টতার জন্যই সম্ভব হয়েছে। এই অভিযান ছিল সামরিক শক্তি পরীক্ষার ক্ষেত্রে একটা বড়সড় কৌশলগত পদক্ষেপ। এই পরীক্ষামূলক অভিযানের সময় সি ১৭ গ্লোবমাস্টারে ছিল মোট ১৮ টন ওজন।”

এর আগে ২০১৬ সালের নভেম্বরে এয়ারফোর্স সফলভাবে এই বিমান অবতরণ করায় অরুণাচল প্রদেশের ওয়েস্ট সিয়াং জেলার মেচুকায়। চিন সীমান্ত থেকে মাত্র ২৯ কিলোমিটার দূরে এই এয়ারস্ট্রিপ। ১৯৬২ সালের থেকে কৌশলগতভাবে যথেষ্ট গুরুত্বপূর্ণ এই মেচুকা।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment