চ্যাম্পিয়ন্স লিগের ড্র: আবারও কঠিন প্রতিপক্ষের সামনে রিয়াল মাদ্রিদ

চ্যাম্পিয়ন্স লিগের ড্র: আবারও কঠিন প্রতিপক্ষের সামনে রিয়াল মাদ্রিদ

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের ‘ড্র’ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার অনুষ্ঠেয় ড্র’তে ইউরোপিয়ান ক্লাব প্রতিযোগিতার সবচেয়ে বড় এ লড়াইয়ের কোয়ার্টার ফাইনালে কোন দলে কার বিপক্ষে লড়বে সেটা নির্ধারিত হয়ে গেছে।

কাতালান জায়ান্ট বার্সেলোনা তুলনামূলক সহজ প্রতিপক্ষ পেয়েছে। তাদের লড়াই করতে হবে ইতালির ক্লাব এ.এস রোমার বিপক্ষে।

এদিকে শীর্ষ ষোলতে শক্তিশালী প্যারিস সেন্ট জার্মেইকে টপকে আসা রিয়ালকে আবারও লড়াতে হবে শক্তিশালী দলের বিপক্ষে। সেমিতে পৌঁছতে তাদের জিততে হবে দিবালা-হিগুয়েইনদের জুভেন্টাসের বিপক্ষে। তবে গতবছর ফাইনালে এই জুভেন্টাসকে হারিয়েই শিরোপা জিতেছিলো জিদানের শিষ্যরা।

ড্র’টি সবচেয়ে সুখকর হয়েছে শক্তিশালী বায়ার্ন মিউনিখের জন্য। বার্সা-রিয়ালের লিগ প্রতিদ্বন্দ্বী সেভিয়াকে মোকাবেলা করবে জার্মান জায়ান্টরা।

আর ম্যানচেস্টার সিটি খেলবে ইংলিশ লিগের প্রতিপক্ষ লিভারপুলের বিপক্ষে।

চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের ড্র
বার্সেলোনা-রোমা
সেভিয়া-বায়ার্ন মিউনিখ
জুভেন্টাস-রিয়াল মাদ্রিদ
লিভারপুল-ম্যানচেস্টার সিটি

শীর্ষ আটের প্রথম লেগের খেলা অনুষ্ঠিত হবে ৩ এবং ৪ এপ্রিল। ১০ এবং ১১ এপ্রিল হবে দ্বিতীয় লেগ।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment