খালেদার মুক্তির দাবিতে ছাত্রদলের দুই দিনের কর্মসূচি

খালেদার মুক্তির দাবিতে ছাত্রদলের দুই দিনের কর্মসূচি

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে রায়ের প্রতিবাদে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।

রবিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের ভারপ্রাপ্ত সভাপতি মামুনুর রশীদ মামুন এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান আসাদ এ কর্মসূচির ঘোষণা করেন।

গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পাঁচ বছরের কারাদণ্ড দেয় আদালত। এছাড়া রায়ে তারেক রহমানসহ অন্য পাঁচ আসামির ১০ বছরের কারাদণ্ড ও দুই কোটি ১০ লাখ টাকা অর্থদণ্ড করা হয়। পরে বিএনপি প্রধানকে কারাগারে নেয়া হয়।

রায়ের পর থেকেই ধারাবাহিকভাবে নানা কর্মসূচি পালন করছে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। রাজধানীতে ছাড়াও সারাদেশে মিছিল, মানববন্ধন, অবস্থান, অনশনের মতো কর্মসূচি পালন করে দলটি। এরই অংশ হিসেবে দুই দিনের কর্মসূচি ঘোষণা করল ছাত্রদল।

কর্মসূচি অনুযায়ী আগামী শনিবার ঢাকা মহানগর ছাড়া দেশের সকল থানা, পৌরসভা ও কলেজগুলোতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবে ছাত্র সংগঠনটি।

পরদিন রবিবার দেশের সকল জেলা, মহানগর ও বিশ্ববিদ্যালয় ইউনিটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবে ছাত্রদল।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment