নিজের বাড়ির সামনেই ইভ টিজিংয়ের শিকার ইশরাত পায়েল

নিজের বাড়ির সামনেই ইভ টিজিংয়ের শিকার ইশরাত পায়েল

উপস্থাপিকা ইশরাত পায়েল নিজের বাড়ির সামনেই যৌন হয়রানির শিকার হয়েছেন। পায়েল নিজেই সোশ্যাল মিডিয়ায় বিষয়টি জানিয়েছেন।

তিনি নিজের সোশ্যাল হ্যান্ডেলে লিখেছেন, শহরটা আর শহর নেই, এ যেন এক নিষিদ্ধ পল্লী! কার মা, কার বোন , কার মেয়ে তা তাদের জানার দরকার নেই, একা পেলেই মুখের কথা দিয়ে রাস্তা ঘাটে কাপড় খুলে নিতে চায়। নর পিশাচের রাজ্যে আমাদের বসবাস! নিজের বাসার সামনেই আজ আমি ইভটিজিংয়ের শিকার!

ইশরাত পায়েল  বলেন, আমি বাড়ি থেকে বের হওয়ার সময় বাসার সামনেই দাঁড়িয়ে এক যুবক অশালীন কথাবার্তা বলছিলেন। এতো নোংরা ভাষায় আক্রমণ করে বসে যে আমি ভাষা হারিয়ে ফেলেছিলাম। পরে ধাতস্ত হয়ে ওই যুবককে পাকড়াও করার চেষ্টা করলে সে পালিয়ে যায়।

পায়েল বলেন, প্রকাশ্যে রাস্তায় যদি এভাবে কেউ উত্ত্যক্ত করতে পারে তাহলে একটু ফাঁকা, গলি রাস্তায় কোনো মেয়েকে পেলে তো এরা ধর্ষণ করে ফেলবে।

উপস্থাপনা ছাড়াও পারিবারিক ভাবে নিজস্ব ব্যবসা আছে ইশরাত পায়েলের যা তাকে সামলাতে হয়। নাচ ও গান শিখতেন একসময়। তিনি মাধ্যমিক পাশ করেছেন টাঙ্গাইলের বিন্দুবাসিনী বালিকা উচ্চ বিদ্যালয় থেকে। উচ্চমাধ্যমিক পাশ করেছেন শাহিন কলেজ টাঙাইল থেকে। পরবর্তীতে হোটেল ম্যানেজমেন্টের ওপর ডিপ্লোমা করেছেন এশিয়া ইনিস্টিটিউট অফ সিঙ্গাপুর বিশ্ববিদ্যালয় থেকে। বর্তমানে স্থায়ীভাবে বসবাস করছেন মিরপুর ডিওএইচএস। এছাড়াও নিয়মিত টেলিভিশন শোয়ের উপস্থাপনা করছেন পায়েল।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment