স্বল্পোন্নত দেশের ষ্ট্যাটাস হতে বাংলাদেশের উত্তোরণের যোগ্যতা অর্জনের ঐতিহাসিক সাফল্য উদযাপন উপলক্ষে দোহারে বর্ণাঢ্য শোভাযাত্রা ও র‌্যালী

স্বল্পোন্নত দেশের ষ্ট্যাটাস হতে বাংলাদেশের উত্তোরণের যোগ্যতা অর্জনের ঐতিহাসিক সাফল্য উদযাপন উপলক্ষে দোহারে বর্ণাঢ্য শোভাযাত্রা ও র‌্যালী

দোহার(ঢাকা)প্রতিনিধি:-
স্বল্পোন্নত দেশের ষ্ট্যাটাস হতে বাংলাদেশের উত্তোরণের যোগ্যতা অর্জনের ঐতিহাসিক সাফল্য উদযাপন উপলক্ষে দোহারে বর্ণাঢ্য শোভাযাত্রা ও র‌্যালী বের হয়।

গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.আলমগীর হোসেনের নেতৃত্বে উপজেলার সকল অধিদপ্তর,উচ্চ মাধ্যমিক,মাধ্যমিক ও বিভিন্ন পেশাজিবী সংগঠনের নেতৃবিন্দরা বর্ণাঢ্য আয়োজনে শোভাযাত্রা ও র‌্যালী বের করে।
শোভাযাত্রা র‌্যালীটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষ করে উপজেলা পরিষদে এসে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আক্তার রিবা,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএসআই ডা.মো.জসিম উদ্দিন,উপজেলা সহকারি কমিশনার(ভুমি)সালমা আক্তার,দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.সিরাজুল ইসলাম,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো.লিয়াকত হোসেন,সমাজসেবা কর্মকর্তা আল-আমিন,উপজেলার ৮টি ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ,উচ্চ মাধ্যমিক ও মাধ্যমিক শিক্ষা-প্রতিষ্ঠানের শিক্ষক,শিক্ষার্থীবৃন্দ,বিভিন্ন পেশাজিবী সংগঠনের নেতৃবিন্দ,দোহার প্রেস ক্লাবের সাধারন-সম্পাদক মাহবুবুর রহমান টিপু,সাংবাদিক আবুল হাসেম ফকির প্রমুখ।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment